বাংলাদেশে এশিয়া কাপ

সম্পূর্ণ ভুল সংবাদ বলল পিসিবি

বাংলাদেশের পাকিস্তান সফর নিশ্চিত হওয়ার পরই খবরটি ছড়িয়ে পড়েছিল। পাকিস্তান সফরের বিনিময়ে চলতি বছর এশিয়া কাপ আয়োজনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। যে টুর্নামেন্টটি মূলত আয়োজন করার কথা ছিল ভারতের। এমনকি পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আকতারও কথা বলেছিলেন সংবাদটি নিয়ে। বলেছিলেন, খবরটি সত্য হলে সেটি বেশ হতাশাজনক ব্যাপার হবে। তবে শুরু থেকেই দাবি অস্বীকার করে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আরো একবার পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান জানালেন, বাংলাদেশের সঙ্গে এশিয়া কাপ আয়োজন নিয়ে কোনো কথা হয়নি। এশিয়া কাপ পাকিস্তানেই হবে। অবশ্য শেষ পর্যন্ত এশিয়া কাপ পাকিস্তানে হলে অনিশ্চিত হয়ে পড়বে ভারতের অংশগ্রহণ।

বাংলাদেশের কাছে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব ছেড়ে দেয়া নিয়ে ওয়াসিম বলেন, ‘সম্পূর্ণ ভুল সংবাদ। বাংলাদেশের সঙ্গে এশিয়া কাপ আয়োজন নিয়ে আমাদের কোনো কথাই হয়নি। এটা এসিসির টুর্নামেন্ট। তারা এটি আয়োজনের দায়িত্ব আমাদের দিয়েছে এবং আমরা তা বদলাতে পারি না। আমাদের ইচ্ছা, আমরা পাকিস্তানেই এশিয়া কাপ আয়োজন করব।ক্রিকইনফো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন