সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৩

বণিক বার্তা ডেস্ক

লক্ষ্মীপুর, মেহেরপুর সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর

লক্ষ্মীপুর: গতকাল দুপুরে সদর উপজেলার সুতার গোপ্টা এলাকায় ট্রাক্টরের চাপায় রাজু আহমেদ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। রাজু সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের হাবিবুর রহমানের ছেলে চাপা দেয়া ট্রাক্টরের চালকের সহকারী ছিলেন।

সদর মডেল থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, গতকাল দুপুরে ইট নিয়ে একটি ট্রাক্টর লক্ষ্মীপুরের দিকে যাওয়ার পথে সদর উপজেলার সুতার গোপ্টায় পৌঁছলে রাজু ট্রাক্টর থেকে নিচে পড়ে যান। এতে গুরুতর আহত তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর: গাংনী উপজেলার ইকুরী এলাকায় মোটরসাইকেলের চাপায় জেবা খাতুন () নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে গাংনী-হাটবোয়ালিয়া সড়কে দুর্ঘটনা ঘটে। জেবা খাতুন ইকুরী গ্রামের জসিম উদ্দীনের মেয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

গাংনী থানা ওসি ওবাইদুর রহমান জানান, নিহতের স্বজনরা হাসপাতাল থেকে মরদেহ বাড়ি নিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল চালক হককে থানা হেফাজতে রাখা হয়েছে।

সাতক্ষীরা: সাতক্ষীরা হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে চালক আব্দুস সামাদ মোড়ল (৪৭) নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা হারুনার রশিদ ডিগ্রি কলেজের সামনে দুর্ঘটনা ঘটে।

আব্দুস সামাদ মোড়ল সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের চোকারকান্দা গ্রামের আছির উদ্দীন মোড়লের ছেলে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি অহিদ মোর্শেদ জানান, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চুকনগর বাজার এলাকা দিয়ে সাতক্ষীরার দিকে মহেন্দ্র নিয়ে আসছিলেন সামাদ মোড়ল। সময় চুকনগর হাইওয়ে পুলিশ মহেন্দ্র চালককে থামার জন্য সংকেত দেন। কিন্তু আব্দুস সামাদ মোড়ল পুলিশের সংকেত অমান্য করে দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে হাইওয়ে পুলিশও তাকে ধাওয়া করলে পাটকেলঘাটা হারুনার রশিদ ডিগ্রি কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন