কুষ্টিয়ায় দোকান কর্মচারী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

বণিক বার্তা প্রতিনিধি কুষ্টিয়া

কুষ্টিয়ায় দোকান কর্মচারী ইয়াছির আরাফাত লাল্টুকে হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তের নাম লিটন (৩২) তিনি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার শহীদ লিয়াকত হোসেন সড়কের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। রায় ঘোষণাকালে লিটন আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ জুন রাত সাড়ে ১১টার দিকে শহরের আড়ুয়াপাড়া এলাকায় নং স্কুলসংলগ্ন এলাকায় ইয়াছির আরাফাত লাল্টুকে কুপিয়ে আহত করেন লিটন। ঘটনার পর পালিয়ে যান তিনি। পরে স্থানীয় লোকজন লাল্টুকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে লাল্টুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। পরদিন রাতে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় লাল্টুর মৃত্যু হয়। ঘটনায় নিহতের বাবা খন্দকার সামসুল আলম বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় লিটনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ১৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল রায় ঘোষণা করেন আদালত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন