পাবনায় অনগ্রসর জনগোষ্ঠীর মানোন্নয়নে আর্থিক সহায়তা প্রদান

বণিক বার্তা প্রতিনিধি পাবনা

পাবনায় তৃতীয় লিঙ্গ, বেদে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে পাবনা সমাজসেবা অধিদপ্তর। গতকাল দুপুরে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত ১০০ জনের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক কবীর মাহমুদ।

অনুষ্ঠানে পাবনা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, সমাজসেবা পাবনা অধিদপ্তরের সহকারী পরিচালক কাদের, প্রবেশন অফিসার পল্লব ইবনে শাইক প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার গোলাম সরওয়ার।

পাবনা জেলা সমাজসেবার উপপরিচালক মো. রাশেদুল কবীর জানান, জেলায় বসবাসরত তৃতীয় লিঙ্গ, বেদে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন স্বনির্ভরতা সৃষ্টির লক্ষ্যে কয়েকজনকে ২০১৮-১৯ সালে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়েছিল। প্রশিক্ষণপ্রাপ্তদের প্রাথমিকভাবে প্রত্যেককে ১০ হাজার করে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন