বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট হামলা

বণিক বার্তা ডেস্ক

বাগদাদে সুরক্ষিত গ্রিন জোনে রোববার রাতে পাঁচটি কাতিউশা রকেট হামলা হয়েছে বলে জানিয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনী। একটি রকেট মার্কিন দূতাবাসে সরাসরি আঘাত হেনেছে। মার্কিন হেলিকপ্টারকে আহত ব্যক্তিদের উদ্ধার করতে দেখা গেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে খবর প্রকাশ করেছে আল-সুমারিয়া সংবাদ নিউজ। খবর ব্লুমবার্গ। 

ঘটনার পরিপ্রেক্ষিতে একটি বিবৃতি প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে রোববারের ঘটনায় হতাহতদের সংখ্যা নিয়ে মন্তব্য করা হয়নি। তবে গত বছরের সেপ্টেম্বর থেকে ইরাকে মার্কিন কর্মকর্তাদের ওপর ১৪ বার হামলা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া দেশটিতে মার্কিন কূটনৈতিক কার্যক্রমের সুরক্ষা নিশ্চিত করতে ইরাক সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। 

সাম্প্রতিক সময়ে বাগদাদের গ্রিন জোন মার্কিন দূতাবাসে ইরানি মদদপুষ্ট বিভিন্ন মিলিশিয়া গ্রুপের হামলা বেড়েছে। বিশেষত চলতি মাসের শুরুর দিকে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সুলাইমানি ইরাকের মিলিশিয়া বাহিনী কাতাইব হিজবুল্লাহর প্রধান নিহত হওয়ার পর অঞ্চলটিতে হামলা বেড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন