প্রেসিডেন্টবিরোধী জোট নিষিদ্ধ ঘোষণা গাম্বিয়া সরকারের

বণিক বার্তা ডেস্ক

গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা বারোর বিরোধী হিসেবে পরিচিত এক জোটকে নিষিদ্ধ করেছে দেশটির সরকার। চলতি বছর নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতি লঙ্ঘনের বিরুদ্ধে চলমান বিক্ষোভ দমনে পদক্ষেপ নেয়া হয়েছে বলে মনে করছেন বিরোধীরা। খবর বিবিসি।

ইয়াহিয়া জামেহের অপসারণের পর বিরোধী জোটের প্রধান হিসেবে ২০১৭ সালে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন আদামা বারো। জোটের মধ্যে ঐকমত্য ছিল যে তিনি তিন বছর দায়িত্ব পালন করে নতুন নির্বাচনের ডাক দেবেন।

গত বছর সংবিধান অনুযায়ী পাঁচ বছর মেয়াদের ব্যাপারে সম্মত হন জোটের কিছু সদস্য। তবে তাতে আপত্তি জানান জোটের দুই সদস্য।

সাম্প্রতিক দিনগুলোয় অপারেশন থ্রি-ইয়ার্স জটনা মুভমেন্টের ব্যানারে হাজারো গাম্বিয়ান রাস্তায় নেমে বিক্ষোভ প্রকাশ করে। এতে পশ্চিম আফ্রিকার দেশটিতে অস্থিরতা বৃদ্ধি পায়। বিরোধী জোটের কর্মকাণ্ডকেবিশৃঙ্খল, সহিংস অবৈধআখ্যা দিয়ে রোববার তাদের নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন