এয়ার ইন্ডিয়ার শতভাগ শেয়ার বিক্রি পরিকল্পনা ভারত সরকারের

বণিক বার্তা ডেস্ক

ভারতের রাষ্ট্রায়ত্ত আকাশ পরিবহন সেবা সংস্থা এয়ার ইন্ডিয়া ক্রয়ে ১৭ মার্চ সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। এয়ার ইন্ডিয়া কিনতে যারা আগ্রহী, তাদের লোকসানি সংস্থার অন্যান্য দায়ের পাশাপাশি ৩২৬ কোটি ডলারের ঋণভারও বহন করতে হবে। খবর ব্লুমবার্গ বিজনেস স্ট্যান্ডার্ড।

সোমবার সরকার জানায়, তারা এয়ার ইন্ডিয়ার শতভাগ শেয়ার বিক্রির কথা ভাবছে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি ক্রয়ে একটিও দরপত্র না পাওয়ায় চলতি বছর নতুন করে বিক্রির তোড়জোড় শুরু করেছে তারা। আন্তর্জাতিক অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনাকারী সংস্থাটি ক্রয়ে অবশ্যই ভারতীয় কোনো কোম্পানি বা ব্যক্তিকে এগিয়ে আসতে হবে বলে শর্ত দিয়েছে সরকার।

১৯৩২ সালে মেইল ক্যারিয়ার হিসেবে যাত্রা করলেও অল্প সময়ের মধ্যে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনে জনপ্রিয়তা পায়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সাশ্রয়ী বেসরকারি উড়োজাহাজ সংস্থার তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হয়। এক দশক ধরে অলাভজনক থাকা এয়ার ইন্ডিয়ার ঋণের পরিমাণ ৮০০ কোটি ডলারেরও বেশি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন