দ্বিতীয় ‘স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ’ শুরু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

বিশ্বমঞ্চে স্টার্টআপ বা উদ্যোক্তাদের নিজেদের তুলে ধরার আয়োজন স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ ২০২০ শুরু হচ্ছে। পেগাসাস টেক ভেঞ্চারের আয়োজনে দ্বিতীয়বারের মতো আয়োজিত প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের একটি স্টার্টআপ সিলিকন ভ্যালির আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবে। পাশাপাশি বিজয়ী স্মার্টআপের জন্য বিনিয়োগকারীদের কাছে পৌঁছানোর সুযোগ ছাড়াও মিলিয়ন ডলার বিনিয়োগ জেতার সুযোগ থাকছে।

দ্য স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বিশ্বের সর্ববৃহৎ স্টার্টআপ প্রতিযোগিতা। বাংলাদেশসহ বিশ্বের অর্ধশতাধিক দেশে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশে প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পেগাসাস টেক ভেঞ্চারের জেনারেল পার্টনার এবং ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান।

আগ্রহী প্রতিযোগীরা স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ পর্বে অংশ নিতে ৩১ জানুয়ারির মধ্যে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেরা স্টার্টআপগুলো স্থানীয় চূড়ান্ত প্রতিযোগিতায় পিচ করার সুযোগ পাবে, যা আগামী ফেব্রুয়ারি  অনুষ্ঠিত হবে।

স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ ২০২০ বাংলাদেশ পর্বে আন্তর্জাতিক অংশীদার হিসেবে সিঙ্গাপুর ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি অ্যাসোসিয়েশন (এসভিসিএ) এবং স্থানীয় বিভিন্ন অংশীদারদের মধ্যে থাকছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, স্টার্টআপ বাংলাদেশ, টাই বাংলাদেশ, অন্ট্রাপ্রেনার্স অর্গানাইজেশন (ইও), আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন (এএএ) এবংচাকরি খুঁজব না চাকরি দেব

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন