টাচস্ক্রিন অ্যান্ড্রয়েড নিয়ে ওয়াকম্যানের প্রত্যাবর্তন

বণিক বার্তা ডেস্ক

একসময় গান শোনার অপরিহার্য যন্ত্র ছিল সনির ওয়াকম্যান। তবে সিডি স্মার্টফোনের আবির্ভাবের পর যন্ত্রটি বিলুপ্ত হয়ে যায়। আশার কথা হলো, অ্যান্ড্রয়েড টাচস্ক্রিন সুবিধা নিয়ে আবার ফিরে এসেছে ওয়াকম্যান।

জাপানি টেক জায়ান্ট সনি সম্প্রতি এনডব্লিউ-এ১০৫ মডেলের একটি ওয়াকম্যান ভারতের বাজারে উন্মোচন করেছে। পোর্টেবল ডিজিটাল অডিও প্লেয়ারে দশমিক ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। এতে আরো আছে উচ্চ রেজল্যুশনের অডিও, ওয়াই-ফাই, ব্লুটুথ এনএফসি কানেকটিভিটিসহ নানা সুবিধা। ডিভাইসটিতে দশমিক মিলিমিটার পোর্ট রয়েছে। এতে তার বা তারহীন যেকোনো অডিও ডিভাইসের সঙ্গে এটি যুক্ত করা যাবে।

টানা একদিনের বেশি সময় ধরে চালানো যাবে ওয়াকম্যান। একবার চার্জ দিলে থাকবে অন্তত ২৬ ঘণ্টা। এছাড়া এতে জিবি র্যাম এবং ১৬ জিবি স্টোরেজ রয়েছে, যা ১১৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। চার্জ দেয়ার জন্য একটি ইউএসবি টাইপ-সি পোর্টও রয়েছে ওয়াকম্যানে। ২৪ জানুয়ারি থেকে ডিভাইসটি ভারতে অনলাইন এবং অফলাইন প্লাটফর্মে পাওয়া যাচ্ছে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ৯৯০ ভারতীয় রুপি।

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন