বতসোয়ানায় হীরা উত্তোলন ৭ বছরের সর্বনিম্নে

বণিক বার্তা ডেস্ক

দক্ষিণ আফ্রিকার দেশ বতসোয়ানার রফতানি আয়ের সবচেয়ে বেশি জোগান দেয় হীরা। মূল্যবান খনিজ হীরা উৎপাদনের বৈশ্বিক তালিকায় রাশিয়ার পর দেশটির অবস্থান দ্বিতীয় শীর্ষ। তবে দেশটিতে পণ্যটির উত্তোলনে মন্দা ভাব বজায় রয়েছে। ধারাবাহিকতায় বিদায়ী বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশটিতে খনিজ পণ্যটির উত্তোলন কমে সাত বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে। দেশটির সরকারি সূত্র সম্প্রতি তথ্য জানিয়েছে। খবর সাউদার্ন টাইমস।

বতসোয়ানার মিনারেল রিসোর্স, গ্রিন টেকনোলজি অ্যান্ড এনার্জি সিকিউরিটি মন্ত্রণালয়ের খনিজ বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিদায়ী বছরের তৃতীয় প্রান্তিকে বতসোয়ানার খনিগুলো থেকে হীরার উত্তোলন সূচক দাঁড়িয়েছে ৮৫ দশমিক পয়েন্টে, যা ২০১৩ সালের পর মূল্যবান পাথরটির সর্বনিম্ন উত্তোলন। একই সঙ্গে তা আগের বছরের

তৃতীয় প্রান্তিকের তুলনায় দশমিক শতাংশ কম। ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকে দেশটিতে খনিজ পণ্যটির উত্তোলন সূচক দাঁড়িয়েছিল ৮৭ দশমিক পয়েন্টে।

২০১৯ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বতসোয়ানায় হীরা উত্তোলন সূচক ছিল ৮৫ দশমিক পয়েন্ট। সে হিসাবে আগের প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে দেশটিতে মূল্যবান পাথরটির উত্তোলন কমেছে দশমিক শতাংশ।

হীরা ছাড়াও বতসোয়ানায় স্বর্ণ কয়লা উত্তোলনে নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। গত বছরের তৃতীয় প্রান্তিকে দেশটির স্বর্ণ উত্তোলন আগের মাস বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে দশমিক শতাংশ কমেছে। খনি থেকে উত্তোলিত আকরিক থেকে স্বর্ণ সংগ্রহের পরিমাণ প্রত্যাশার তুলনায় হ্রাস পাওয়ায় দেশটিতে মূল্যবান ধাতুটির মোট উৎপাদন কমেছে। এদিকে একই সময়ে বতসোয়ানার কয়লা উত্তোলন কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন