আরব আমিরাতে ভিসার মেয়াদ শেষ ৮০ হাজার প্রবাসীর —পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৮০ হাজার প্রবাসী শ্রমিক অবৈধ হয়ে পড়েছেন। এছাড়া কুয়েতে পাঁচ হাজার, ইরানে দেড় হাজার, মিসরে চার হাজার ও দক্ষিণ কোরিয়ায় আড়াই হাজার প্রবাসী শ্রমিক রয়েছে, যাদের ভিসার মেয়াদ এরই মধ্যে উত্তীর্ণ হয়েছে। সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন এসব তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসার মেয়াদ উত্তীর্ণ অবৈধ প্রবাসীদের বৈধভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সুযোগ দিতে সৌদি সরকার গত বছরে ২২ ডিসেম্বরস্পেশাল এক্সিট প্রোগ্রাম ঘোষণা করেছে। এ প্রক্রিয়ায় যেসব প্রবাসী ফেরত আসবেন, তারা পরবর্তীতে বৈধ ভিসা নিয়ে আবার সৌদি আরব যেতে পারবেন।

মন্ত্রী জানান, গত ২০১৬-১৮ সাল পর্যন্ত ছয় লাখ বাংলাদেশী কর্মী বৈধ হওয়ার আবেদনের সুযোগ পান। এর মধ্যে চার লাখ কর্মী বৈধতা লাভ করেন। বর্তমানে মালয়েশিয়ায় বৈধ হওয়ার কোনো প্রক্রিয়া চালু নেই। অবৈধ অবস্থানকারীদের জন্য মালয়েশিয়া সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় গত পাঁচ মাসে প্রায় ৫২ হাজার বাংলাদেশী দেশে ফিরে এসেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন