শমরিতা হসপিটালের ইপিএস কমেছে ৬৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি শমরিতা হসপিটালের শেয়ারপ্রতি আয় (ইপিএস) চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ৬৩ শতাংশ কমেছে। এ সময়ে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে মাত্র ১৯ পয়সায়, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৫২ পয়সা। মূলত রাজস্ব কমে যাওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যয় বৃদ্ধির কারণে কোম্পানিটির মুনাফা কমেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে শমরিতা হসপিটালের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩১ পয়সা।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে শমরিতা হসপিটাল। ২০১৭ হিসাব বছরে ১০ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল তারা। এছাড়া ২০১৬ হিসাব বছরে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক এবং ২০১৫ হিসাব বছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শমরিতা হসপিটালের ইপিএস হয়েছে ৯৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৪৮ পয়সা।

এনটিটি রেটিংয়ে শমরিতা হসপিটাল লিমিটেডের অবস্থানএ থ্রি। ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ হালনাগাদ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল শমরিতা হসপিটাল শেয়ারের সর্বশেষ দর ছিল ৫৮ টাকা। গত এক বছরে শেয়ারটির দর ৫৩ টাকা ৬০ পয়সা থেকে ৭৬ টাকার মধ্যে ওঠানামা করেছে।

শমরিতা হসপিটাল শেয়ারবাজারে আসে ১৯৯৭ সালে। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৮ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা। অনুমোদিত মূলধন ২০ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৭৫ কোটি ৫৮ লাখ টাকা। মোট শেয়ারের ৪৩ দশমিক ৪৯ শতাংশ কোম্পানির উদ্যোক্তা-পরিচালক, ১৭ দশমিক ৯৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক শূন্য ১ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৩৮ দশমিক ৫২ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ৩৩ দশমিক ৬৩, হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে যা ২৫ দশমিক ৬৭।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন