লভ্যাংশ পাঠিয়েছে ৭ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৭ কোম্পানি সর্বশেষ সমাপ্ত ২০১৮-১৯ হিসাব বছরের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে। কোম্পানিগুলো হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যালস, নিউ লাইন ক্লদিংস, অলিম্পিক অ্যাকসেসরিজ, সিমটেক্স, আলিফ ম্যানুফ্যাকচারিং, আলিফ ইন্ডাস্ট্রিজ ও স্ট্যান্ডার্ড সিরামিক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ওষুধ খাতের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস শেয়ারহোল্ডারদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নগদ লভ্যাংশ ওয়ারেন্ট পাঠিয়েছে। বস্ত্র খাতের কোম্পানি নিউ লাইন ক্লদিংস শেয়ারহোল্ডারদের বিও হিসাবে বোনাস শেয়ার পাঠিয়েছে। পাশাপাশি কোম্পানিটি নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে এরই মধ্যে পাঠিয়ে দিয়েছে।

প্রকৌশল খাতের কোম্পানি অলিম্পিক অ্যাকসেসরিজ শেয়ারহোল্ডারদের কাছে নগদ লভ্যাংশ পাঠিয়েছে। বস্ত্র খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ শেয়ারহোল্ডারদের বিও হিসাবে বোনাস শেয়ার জমা করে দিয়েছে। পাশাপাশি কোম্পানিটি নগদ লভ্যাংশ ডিভিডেন্ড ওয়ারেন্টের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়ে দিয়েছে।

বস্ত্র খাতের কোম্পানি আলিফ ম্যানুফ্যাকচারিং ও আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারহোল্ডারদের এরই মধ্যে নগদ লভ্যাংশ পাঠিয়ে দিয়েছে। সিমেন্ট খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিকস শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। তাছাড়া কোম্পানিটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও শেয়ারহোল্ডারদের কাছে ডিভিডেন্ড ওয়ারেন্ট পাঠিয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন