পুলিশি বাধা সত্ত্বেও ইরাকে বিক্ষোভ অব্যাহত

বণিক বার্তা ডেস্ক

বেঁধে দেয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় গতকাল দ্বিতীয় দিন রাস্তায় নামে ইরাকের বিক্ষোভকারীরা। বিক্ষোভ থামাতে বাগদাদ ও দেশটির দক্ষিণাঞ্চলে গতকাল বিক্ষোভকারীদের দিকে সরাসরি গুলি ছোড়েন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। খবর এএফপি।

দেশটির রাজধানী ও শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলে চলতি সপ্তাহে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে ১৫ জনের বেশি নিহত হয়েছে। তবে গুলি করে বিক্ষোভের লাগাম টেনে ধরার চেষ্টা ব্যর্থ করে দিয়ে বিক্ষোভকারীরা আরো বেশি সংগঠিত ও বিক্ষুব্ধ হচ্ছে। 

শনিবার দেশটির বিভিন্ন জায়গায় দাঙ্গা পুলিশের গুলিতে চার বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে মেডিকস। এদিকে বিক্ষোভ দমনে দেশটির কর্তৃপক্ষ আরো কঠোর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে দাঙ্গা পুলিশের তীব্র বাধা সত্ত্বেও শনিবার বিকাল ও গতকাল সকালে বিপুল মানুষ রাস্তায় নামে। 

এদিকে শনিবার বসরা শহরে ছাত্রদের প্রধান বিক্ষোভ ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে পুলিশ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন