কুমিল্লায় শুরু হলো বঙ্গবন্ধু স্কুল হকি

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রামের পর কুমিল্লায় শুরু হলো বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা। এ ভেনুর উদ্বোধনী ম্যাচে চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়কে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়েছে কুমিল্লা ইউসুফ উচ্চবিদ্যালয়। নির্ধারিত সময়ের খেলা গোলশূণ্যভাবে শেষ হয়।

শনিবার চট্টগ্রাম পর্ব দিয়ে যাত্রা করে দেশের বিভিন্ন অঞ্চলের ৮০ স্কুল নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতা। ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতার এ আসরের প্রাথমিক পর্বের খেলাগুলো ৯ আঞ্চলিক ভেনুতে অনুষ্ঠিত হবে। আনুষ্ঠানিক উদ্বোধনের পর আগামীকাল (সোমবার) ফরিদপুর ভেনুর খেলা শুরু হবে।

কুমিল্লা পর্বের খেলা শুরুর আগে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, বাংলাদেশ হকি ফেডারেশন সভাপতির প্রতিনিধি উইং কমান্ডার মোহাম্মদ রফিকুর রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কুমিল্লা শাখার ব্যবস্থাপক মেজবাউল আলম, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহসান ফারুক রোমেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন