নিজে রান্না করে সাকিবের বাসায় খাবার পাঠালেন প্রধানমন্ত্রী

বণিক বার্তা অনলাইন

বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্য, একথা কারো অজানা নয়। এর আগে সাকিবকন্যার সঙ্গে প্রধানমন্ত্রীর একান্তে সময় কাটানোর ছবি দেখা গিয়েছিল। সাকিবের প্রতি প্রধানমন্ত্রীর এই স্নেহ এখন অনেকটাই পারিবারিক বন্ধনে রূপ নিয়েছে। আজ রোববার দেশের সর্বোচ্চ নির্বাহী পদে থাকা শেখ হাসিনা নিজের হাতে রান্না করে ক্রিকেটার সাকিব আল হাসানের বাসায় খাবার পাঠিয়েছেন।

একথা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন সাকিব। তিনি লিখেছেন, গতকাল সস্ত্রীক প্রধানমন্ত্রীর বাসায় গিয়েছিলেন তিনি। সেখানে স্ত্রী উম্মে শিশিরের কাছে প্রধানমন্ত্রী জানতে চেয়েছিলেন, তার (শিশিরের) প্রিয় খাবার কী। জবাব শুনে প্রধানমন্ত্রী বলেন, নিজ হাতে ওই খাবার রান্না করে বাসায় পাঠিয়ে দেবেন। প্রধানমন্ত্রী তার কথা মতো আজ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছেন।

সাকিব তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর পাঠানো খাবার ও প্রধানমন্ত্রীর সঙ্গে স্ত্রী-কন্যার ছবিও পোস্ট করেছেন। সেখানে লিখেছেন, ‘পৃথিবীতে আমি সবচেয়ে ভাগ্যবান মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে আমি ভাষাহীন, তাঁর হাতের সুস্বাদু খাবার খাওয়ার সুযোগ হলো, যা তিনি আজ সকালে নিজ হাতে রান্না করে আমার স্ত্রীর জন্য বাসায় পাঠিয়েছেন। কারণ গতকাল তার বাসায় সাক্ষাৎ করতে গেলে শিশির বলেছিল এটি তার প্রিয় খাবার। ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। এই স্মৃতি আমার হৃদয়ে সারা জীবন অমলিন থাকবে। আমরা সত্যিই আশীর্বাদপুষ্ট!’ 

প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিবের স্ত্রী-কন্যা। ছবি: সাকিবের ফেসবুক পেজ

একই ছবি পোস্ট করেছেন সাকিবের স্ত্রী শিশির। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘এর চেয়ে সৌভাগ্যের আর কিছু হতে পারে না! আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন ব্যস্ততার মাঝেও যখন সময় বের করে আমার জন্য রান্না করে খাবার পাঠান তখন এর চেয়ে রসনা তৃপ্তির আর কী উপায় থাকতে পারে! কাল তার সঙ্গে দেখা করতে গেলে জানতে চেয়েছিলেন, আমার পছন্দের খাবার কী। তিনি বলেছিলেন, ওই খাবার তিনি নিজ হাতে রান্না করে পাঠিয়ে দেবেন! আমি এখন সত্যি সত্যিই আনন্দে দিশেহারা। আমার জীবনের সেরা মধ্যাহ্নভোজ। এতো ভালোবাসা ও আদরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারব না।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন