ভারতে পাচারকালে ৮৩ কেজি ইলিশ উদ্ধার

বণিক বার্তা প্রতিনিধি, হিলি

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারকালে ১০৯ পিস ইলিশ মাছ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাছগুলোর ওজন ৮৩ কেজি, এসব মাছ পরে তা নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়।

আজ রবিবার সকাল সাড়ে ৯টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকা থেকে পণ্য খালাস করে ভারতে যাওয়ার সময় একটি খালি ট্রাক থেকে মাছগুলি উদ্ধার করে বিজিবি।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াস মিয়া জানান, ভারত থেকে আমদানিকৃত পাথর নিয়ে আসা ভারতীয় ট্রাক পণ্য খালাস করে ভারতে যাওয়ায় সময় বাংলাদেশ থেকে ইলিশ মাছ পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদ পায় বিজিবি। 

সেই সংবাদের ভিত্তিতে বিজিবির হিলি আইসিপি চেকপোস্টে দায়িত্বরত নায়েক রাকিব হোসেন ভারতে ফিরে যাওয়ার সময় ডাব্লিউ বি ৫০/২২৪১ নাম্বারের একটি ভারতীয় ট্রাকে তল্লাশি চালিয়ে ৩টি বস্তা উদ্ধার করে। যার ভেতর হতে ১০৯ পিস ইলিশ মাছ উদ্ধার করা হয়, যার ওজন ৮৩ কেজি। পরে মাছগুলো নিলামে বিক্রী করা হয়। বিক্রয়কৃত অর্থ হিলি কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন