‘পদ্মশ্রী’ পেলেন এনামুল হক, সৈয়দ মোয়াজ্জেম আলী ‘পদ্মভূষণ’

নিজস্ব প্রতিবেদক

ভারতের পদ্মভূষণ সম্মাননা পেয়েছেন বাংলাদেশের প্রয়াত কূটনীতিক সৈয়দ মোয়াজ্জেম আলী। এটি ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। আর দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পেয়েছেন প্রত্নতত্ত্ববিদ, লেখক বাংলাদেশে জাদুঘর আন্দোলনের পথিকৃৎ . এনামুল হক। ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গতকাল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে ঘোষণা দেয়া হয়।

এবার পদ্মবিভূষণ পেয়েছেন জন, পদ্মভূষণ ১৬ জন এবং পদ্মশ্রী পেয়েছেন ১১৮ জন। এর মধ্যে ৩৩ জন নারী। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ১৮ জন বিদেশী, অনাবাসী ভারতীয়, ভারতীয় বংশোদ্ভূত বিদেশী নাগরিক অথবা ভারতীয় বংশোদ্ভূত এমন বিদেশী নাগরিক যারা আবার ভারতেই বাস করছেন। সৈয়দ মোয়াজ্জেম আলীসহ ১২ জন মরণোত্তর সম্মাননা পেয়েছেন।

জাতির প্রতি বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতে পদ্মভূষণ সম্মাননা দেয়া হয়। আর শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন