মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় অবহেলা সহ্য করা হবে না —মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বণিক বার্তা প্রতিনিধি মৌলভীবাজার

জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালে মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় অবহেলা সহ্য করা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক।

গতকাল দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জেলার চারটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে মন্তব্য করেন তিনি।  কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে এলজিইডি চারটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সুবিধা বৃদ্ধি করছে। মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় কোনো চিকিৎসক যেন অবহেলা না করেন। যদি কোনো চিকিৎসকের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায়, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী আরো বলেন, মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র দেয়ার পদক্ষেপ নিয়েছে সরকার। পরিচয়পত্র দিয়ে বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন তারা। সময় মুক্তিযোদ্ধাদের নামে স্থানীয় রাস্তার নামকরণের আহ্বান জানান তিনি।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সমাবেশে আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার- আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার- আসনের সংসদ সদস্য আব্দুস শহীদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন