পাবনায় ১০ দিনব্যাপী পুষ্প মেলা শুরু

বণিক বার্তা প্রতিনিধি পাবনা

পাবনায় দশ দিনব্যাপী পুষ্প মেলা শুরু হয়েছে। গতকাল দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে মেলার উদ্বোধন করেন পাবনা- আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেলা বাস্তবায়ন কমিটি আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য গোলাম ফারুক বলেন, ফুল সৌন্দর্যের প্রতীক। মানুষ তার মৌলিক অধিকার পূরণের পর সৌন্দর্য খুঁজে। সেই সুন্দর্যের মূল প্রতীক ফুল। পুষ্প মেলা মানুষের মধ্যে ফুল চাষের আগ্রহ সৃষ্টি করবে বলে মনে করেন তিনি।

পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আজাহার আলী বলেন, বাংলাদেশের সাত-আটটি জেলায় বাণিজ্যিকভাবে ফুলের চাষ হয়। পাবনা তার মধ্যে একটি। প্রতি বছর আমাদের দেশ থেকে ফুল রফতানি করে প্রায় হাজার ২০০ টাকা বৈদেশিক মুদ্রা আয় হয়। পাবনা জেলায় প্রায় ৩০ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুলের আবাদ করা হচ্ছে।

পাবনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহর সঞ্চালনায় পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায়, পাবনা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা প্রমুখ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন