কনোড়ে এক বছরের সর্বনিম্নে চায়ের দাম

বণিক বার্তা ডেস্ক

দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের পাহাড়ি শহর কনোড়। ভৌগোলিক অবস্থান অনুকূল আবহাওয়ার কারণে চা উৎপাদন বিপণনে শহরটি প্রসিদ্ধ। দক্ষিণ ভারতে চায়ের সবচেয়ে বড় নিলামগুলো এখানে অনুষ্ঠিত হয়। গত শুক্রবার কনোড়ে অনুষ্ঠিত চলতি মৌসুমে চতুর্থ নিলামে পানীয় পণ্যটির গড় দাম কমে গত এক বছরের সর্বনিম্ন অবস্থানে নেমেছে। খবর বিজনেস লাইন।

কনোড় টি ট্রেড অ্যাসোসিয়েশন জানিয়েছে, সর্বশেষ নিলামে কেজিপ্রতি চায়ের গড় দাম দাঁড়িয়েছে ৮২ দশমিক ৮৫ রুপি, যা চলতি মৌসুমে অনুষ্ঠিত অন্যসব নিলামের মধ্যে সর্বনিম্ন। এমনকি সর্বশেষ নিলামে চায়ের দামে ৩৮ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া সত্ত্বেও দশমিক ৭৬ কোটি রুপি মূল্যের চা অবিক্রীত থেকে গিয়েছে। আন্তর্জাতিক বাজারে বিরাজমান অস্থিতিশীলতা ভারতের চা রফতানিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

দেশটির একজন চা রফতানিকারক জানান, ভারত থেকে রফতানি হওয়া চায়ের অন্যতম বড় বাজার ইরান। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পর ভারত থেকে পানীয় পণ্যটির রফতানি কমতে শুরু করেছে। সম্প্রতি তেহরানের ওপর আবার নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন