চবির অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকড

বণিক বার্তা প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অফিসিয়াল ওয়েবসাইট (cu.ac.bd) হ্যাকিংয়ের শিকার হয়েছে। তবে অল্প সময়ের মধ্যে ওয়েবসাইটটি নিয়ন্ত্রণে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। 

শনিবার বিকাল ৪টার কিছু সময় আগে ‘ইন্ডিয়ান সাইবার রিসার্চ। অ্যান্ড অ্যামপাওয়ার উইং’ নামে একটি হ্যাকার গ্রুপ ওয়েবসাইটটি হ্যাক করে। 

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী বলেন, 'বিকাল ৪টার কিছু সময় আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, ডুয়েটের ওয়েবসাইটসহ বাংলাদেশের কয়েক ওয়েবসাইট একই সাথে হ্যাক করা হয়েছে। অল্প সময়ের মধ্যে ওয়েবসাইটি আমরা নিয়ন্ত্রণে নিয়েছি। রক্ষণাবেক্ষণের জন্য বর্তমানে ওয়েবসাইটটি বন্ধ রয়েছে। রবিবার বিকাল ৫টায় তা চালু করা হবে।

তবে আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ প্রতিবেদন লেখার সময় সাইটটি সক্রিয় ছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন