চট্টগ্রামে বস্তিতে আগুনে পুড়ল ১৫০ ঘর

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন মির্জাপুল এলাকায় একটি বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও প্রায় ১৫০টি এক কক্ষের টিনশেড ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল সকালে মির্জাপুলসংলগ্ন ডেকোরেশন গলির ওই বস্তিতে আগুন লাগে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক ফরিদ উদ্দিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালুরঘাট, চন্দনপুরা, নন্দনকানন ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১২টি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ওই বস্তিতে ঢোকার পথ সরু থাকায় ফায়ার স্টেশনের গাড়িগুলো ঘটনাস্থলে যেতে পারেনি। ৮ থেকে ১২টি হোসপাইপ দিয়ে আগুনে পানি ঢালা হয়েছে। বেলা ৩টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তালেব জানান, ডেকোরেশন গলির শেষ মাথায় শাহনেওয়াজ কলোনির ভাড়াটিয়া লাকি আক্তারের টিনশেড বেড়ার ঘরে আগুনের সূত্রপাত হয়। পরে তা বাবু কলোনি, খোকন কলোনি, শওকত নেওয়াজ কলোনি এবং মো. হোসেন কলোনিতে ছড়িয়ে পড়ে। এতে এসব কলোনির ১৬৩টি টিনশেড বেড়ার ঘর পুড়ে গেছে।

তিনি বলেন, আগুনে কেউ হতাহত না হলেও তাড়াহুড়া করে ঘর থেকে বের হতে গিয়ে অনেকের হাতে-পায়ে চোট লেগেছে। তাদের রেড ক্রিসেন্টের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আগুনে প্রায় ২৫০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন জানান, আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। বিকালে তাদের জন্য শুকনো খাবার এবং কম্বল নিয়ে যাব আমরা।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুর্ঘটনায় সম্বল হারানো অসহায় মানুষদের পাশে থাকবে চট্টগ্রাম জেলা প্রশাসন। তাদের সব ধরনের সহায়তা দেয়া হবে। এছাড়া আগুনের কারণ খুঁজে বের করতে প্রয়োজনে তদন্ত কমিটিও গঠন করা হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন