তহবিল সংগ্রহে ভালো অবস্থানে সেঞ্চুরি টেক্সটাইলস

বণিক বার্তা ডেস্ক

অরূপান্তরযোগ্য ঋণপত্রের (এনসিডি) মাধ্যমে ৪০০ কোটি রুপি তহবিল সংগ্রহের চেষ্টা করছে ভারতের সেঞ্চুরি টেক্সটাইলস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এ অবস্থায় মুম্বাই শেয়ারবাজারে (বিএসবি) গতকাল কোম্পানিটির শেয়ারদর ৪ শতাংশ বেড়ে ৬১০ রুপিতে দাঁড়িয়েছে, যা ৫২ সপ্তাহের সর্বোচ্চ। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।

শেয়ারবাজারটিতে বিকে বিরলা গ্রুপ কোম্পানির শেয়ারদর টানা ছয় দিনের সর্বোচ্চে পৌঁছে। বিএসবিতে গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ১৫ শতাংশ বাড়লেও গতকাল কমেছে ১ শতাংশ। 

এদিকে আগামী বৃহস্পতিবার নিজেদের বোর্ড বৈঠকে বসার কথা জানিয়েছে সেঞ্চুরি টেক্সটাইলস। বৈঠকে বেসরকারি ভিত্তিতে এনসিডি ছাড়ার অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। কোম্পানিটির পরিকল্পিত ৪০০ কোটি রুপির তহবিল ব্যয় করা হবে কার্যকর মূলধন ও পুনঃঅর্থায়ন খাতে। অন্যদিকে

আসন্ন বৈঠকে নিজেদের গত বছরের ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাব নিয়েও আলোচনা করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

গত অর্থবছর নিজেদের দ্বিতীয় তথা জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির সুদ অবমূল্যায়ন ও কর-পূর্ববর্তী মুনাফা (পিবিআইডিটি) ৩৮ শতাংশ কমে ১৭৩ কোটি রুপিতে নেমে আসে। আগের অর্থবছরের তুলনায় গত অর্থবছর কোম্পানিটির নিট বিক্রি ১২ দশমিক ৭ শতাংশ কমে ৮৫১ কোটি রুপিতে দাঁড়ায়। তবে অর্থবছরওয়ারি হিসাব নিট মুনাফা ২৯ শতাংশ বেড়ে ১৮৭ কোটি রুপি পৌঁছে। শিথিল কর নীতিমালার কারণে এটি সম্ভব হয়েছে বলে জানিয়েছে সেঞ্চুরি টেক্সটাইলস।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন