একুশ-পরবর্তী ডিজিটাল বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দেশে প্রথমবারের মতো আয়োজিত ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২০-এরএকুশ-পরবর্তী ডিজিটাল বাংলাদেশ শীর্ষক সেমিনার সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ মাহ্ফুজুল ইসলাম। চতুর্থ শিল্প বিপ্লবে কীভাবে পৃথিবী বদলে যাবে এবং বাংলাদেশে তথ্যপ্রযুক্তির অপার সম্ভাবনা নিয়ে কথা বলেন তিনি। সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি বিভাগের সিনিয়র সচিব  মো. এনএম  জিয়াউল আলম এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নূর-উর-রহমান আলোচক হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন। ডিজিটাল বাংলাদেশ গঠনের অগ্রগতি, অবস্থান এবং পরিকল্পনা তুলে ধরতে সরকার এ মেলার আয়োজন করে। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. এমদাদ-উল-বারী।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন