উগান্ডার কফি রফতানি ৫% বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

স্বর্ণ রফতানি পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার আয়ের প্রধান উৎস। এরপর দেশটি থেকে রফতানি হওয়া দ্বিতীয় সর্বোচ্চ পণ্য কফি। বিদায়ী বছরের ডিসেম্বরে দেশটির কফি রফতানি খাতে চাঙ্গা বাজায় থাকতে দেখা গেছে। আগের বছরের তুলনায় এ সময় পণ্যটির রফতানি বেড়েছে ৫ শতাংশ। দেশটির সরকারি সূত্র সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স ও বিজনেস রেকর্ডার।

উগান্ডা কফি ডেভেলপমেন্ট অথরিটির তথ্য অনুযায়ী, ডিসেম্বরে দেশটি থেকে সব মিলিয়ে ৩ লাখ ৩০ হাজার ২৩৮ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি আন্তর্জাতিক বাজারে রফতানি হয়েছে। ২০১৮ সালে পণ্যটি রফতানি হয়েছিল ৩ লাখ ১৪ হাজার ৪৩৯ ব্যাগ। সে হিসাবে এক বছরের ব্যবধানে দেশটি থেকে পণ্যটির রফতানি ১৫ হাজার ৮০৯ ব্যাগ বেড়েছে।

কফি রফতানি থেকে উগান্ডা প্রতি বছর গড়ে ৪০ কোটি মার্কিন ডলার আয় করে। দেশটি থেকে সাধারণত রোবাস্তা কফি রফতানি হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন