স্মার্টফোন আসক্তি কমাতে তিন অ্যাপ আনল গুগল

বণিক বার্তা ডেস্ক

বড়-ছোট সবার মধ্যে স্মার্টফোন আসক্তি বাড়ছে। অনেকে স্মার্টফোনে বুঁদ হয়ে থাকলেও আসক্তির কথা মানতে নারাজ। স্মার্টফোন আসক্তি এখন নির্দিষ্ট কোনো বয়সের মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। বড়-ছোট সবার হাতে এখন স্মার্টফোন পৌঁছেছে। এর ফলে স্মার্টফোন আসক্তি প্রকট আকার ধারণ করছে। বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল স্মার্টফোন আসক্তি কমাতে কাজ করছে। এরই অংশ হিসেবে তিনটি পরীক্ষামূলক অ্যাপ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। যেগুলোয় আসক্ত হয়ে স্মার্টফোন ব্যবহারের লাগাম কিছুটা হলেও টেনে ধরতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। খবর এনডিটিভি।

২০১৮ সাল থেকেডিজিটাল ওয়েলবিয়িং এক্সপেরিমেন্টস প্রকল্প নিয়ে কাজ করছে গুগল। এ প্রকল্পের আওতায় স্মার্টফোন আসক্তি ঠেকাতে পরীক্ষামূলকভাবে নতুন তিনটি অ্যাপ এনেছে প্রতিষ্ঠানটি। এনভেলপ, অ্যাক্টিভ বাবলস এবং স্ক্রিন স্টপওয়াচ নামের এ তিন অ্যাপ শুধু অ্যান্ড্রয়েড ফোনে চলবে।

বিবৃতিতে গুগল জানিয়েছে, এনভেলপ অ্যাপটি আপাতত গুগল পিক্সেল ৩এ ফোনের জন্য ডিজাইন করা হয়েছে। এ অ্যাপে ব্যবহারকারী তার সব প্রয়োজনীয় তথ্য কাগজে প্রিন্ট করে খামের মধ্যে জড়িয়ে ফেলতে পারবে এবং স্মার্টফোনে ডায়ালার অ্যাপ ব্যবহার করে কল রিসিভ করতে পারবে। দৈনন্দিন জীবনে যেসব তথ্য বেশি প্রয়োজনীয়, সেসব তথ্য একত্র করতে সাহায্য করবে এ অ্যাপ। ক্যামেরা ব্যবহার করতে পৃথক এনভেলপ অ্যাপ নিতে হবে। যদিও ছবি ও ভিডিও করার পরই তা দেখা যাবে না। গত বছরের অক্টোবরে এনভেলপ অ্যাপের মতোই পেপার অ্যাপ চালু করেছিল গুগল।

এছাড়া অন্য আরো যে দুটি অ্যাপ সামনে এসেছে, তার একটি হলো অ্যাক্টিভ বাবল এবং স্ক্রিন স্পটওয়াচ। এ অ্যাপগুলো বেশির ভাগ অ্যান্ড্রয়েড ফোনে কাজ করবে বলে জানানো হয়েছে।

অ্যাক্টিভ বাবল অ্যাপটি চালু করলে স্মার্টফোনে একটি নতুন লাইভ ওয়ালপেপার চলে আসবে। প্রতিবার ফোন আনলক করলে হোম স্ক্রিন ওয়ালপেপারে একটি নতুন করে বাবল যোগ হবে। ফোন যত বেশিবার আনলক করা হবে, হোম-স্ক্রিনে বাবলের সংখ্যা বাড়তে থাকবে। গ্রাহকদের অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার সম্পর্কে সতর্ক করতে এ অ্যাপ সাহায্য করবে। একইভাবে লাইভ ওয়ালপেপার হিসেবে কাজ করবে স্ক্রিন স্পটওয়াচ অ্যাপ। এ অ্যাপ লাইভ ওয়ালপেপারে সেট করলে দিনে মোট কত সময় ডিসপ্লে অন করা থাকছে, তা দেখা যাবে সহজেই, যা গ্রাহককে স্মার্টফোন ব্যবহারে কত সময় ব্যয় করেছে, তা জানতে সাহায্য করবে। এর ফলে ব্যবহারকারী ফোন ব্যবহারে আরো বেশি সচেতন হতে পারবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন