টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

বণিক বার্তা অনলাইন

তিন ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।

নিরাপত্তা ঝুঁকির পরিপ্রেক্ষিতে দলের একাধিক তারকা খেলোয়াড়কে ছাড়াই বর্তমানে টি২০ র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা পাকিস্তান সফরে গেছে বাংলাদেশ। তিন দফায় পাকিস্তানে আসা পারফরম্যান্সে প্রভাব ফেলবে কিনা গতকাল সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেণ, আমার মনে হয় না। আমরা এবার এসেছি তিনটি টি২০ খেলতে। আমরা এখন এটা নিয়েই ভাবছি। এরপর আবার এলে তখন বলতে পারব এটা আসলে কেমন। এখন আমরা টি২০-তে ভালো খেলতে চাই এবং এখানে পাকিস্তানকে হারাতে চাই। আমরা ফেভারিট কিনা তা বলতে পারব না। কারণ অনেক দিন পর পাকিস্তানে এসেছি। নিজেদের মাটিতে পাকিস্তান খুব ভালো দল। আবার র‌্যাংকিংয়ের হিসাবও ভিন্ন কথা বলে। তবে আমি আমার দল নিয়ে আশাবাদী।

আবার র‌্যাংকিংয়ে এক নম্বর দলের বিপক্ষে খেলাটাও চাপ হিসেবে দেখছেন না মাহমুদউল্লাহ। তিনি বলেন, সম্ভবত এ মুহূর্তে এটা বড় ইস্যু নয়। র‌্যাংকিং নিয়ে ভাবলে খেলায় সেটা প্রভাব ফেলবে। আমরা তাই সেটা নিয়ে ভাবছি না। আমরা জানি পাকিস্তান খুব ভালো দল। তবে আপনারা যদি আমাদের টি২০ পারফরম্যান্স গ্রাফ দেখেন, সেটা খুবই ভালো। শেষ কয়েকটি সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি। আশা করছি, এখানেও ভালো পারফর্ম করতে পারব।’

এসময় বাংলাদেশ দল নিয়ে পাকিস্তান দলনায়ক বাবর আজম বলেন, বাংলাদেশ দল খুব ভালো। অনেক দিন ধরেই ভালো করছে। আমাদের দলের কম্বিনেশনও খুব ভালো। আশা করি খুব ভালো লড়াই হবে। র‌্যাংকিং বিবেচনায় বাংলাদেশকে কীভাবে মূল্যায়ন করছেন- এমন প্রশ্নে তিনি বলেন, কোনো দলই ছোট নয়। বাংলাদেশ নিজেদের দিনে ম্যাচ একতরফা করে দিতে পারে। আমরাও ইতিবাচক।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাইম, আফিফ হোসেন , লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম , শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।

পাকিস্তান একাদশ: আহসান আলি, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হারিস রওফ, শাহীন আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন

টি২০তে পাকিস্তান-বাংলাদেশ

মুখোমুখি: ১০ ম্যাচ পাকিস্তান: ৮, বাংলাদেশ: ২
ইনিংসে সর্বোচ্চ স্কোর পাকিস্তান

২০৩/৫ (করাচি, ২০০৮) বাংলাদেশ: ১৭৫/৬ (পাল্লেকেলে, ২০১২)
ইনিংসে সর্বনিম্ন স্কোর
পাকিস্তান: ১২৯/৭ (ঢাকা, ২০১৬) বাংলাদেশ: ৮৫/৯ (ঢাকা, ২০১১)
সবচেয়ে বেশি রান
সাকিব আল হাসান (বাংলাদেশ): ২৯২ মোহাম্মদ হাফিজ (পাকিস্তান): ১৯৩
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস
আহম্মেদ শেহজাদ (পাকিস্তান): ১১১ , সাকিব আল হাসান (বাংলাদেশ): ৮৪
সবচেয়ে বেশি উইকেট
শহীদ আফ্রিদি (পাকিস্তান): ১০ , আব্দুর রাজ্জাক (বাংলাদেশ): ৭
ইনিংসে সেরা বোলিং
মানসুর আমজাদ (পাকিস্তান): ৩/৩ , আল-আমিন (বাংলাদেশ): ৩/২৫
সবচেয়ে বেশি ম্যাচ
শহীদ আফ্রিদি (পাকিস্তান): ১০ , মাহমুদউল্লাহ (বাংলাদেশ): ১০
সবচেয়ে বেশি ডিসমিসাল
মুশফিকুর রহিম (বাংলাদেশ): ১১ , কামরান আকমল (পাকিস্তান): ৮
সবচেয়ে বেশি ছক্কা
শহীদ আফ্রিদি (পাকিস্তান): ১৩ , নাজিমউদ্দিন (বাংলাদেশ): ৮

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন