আগামী শিক্ষাবর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

আগামী শিক্ষাবর্ষ (২০২০-২০২১) থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ১৯৭৩-এর আদেশে পরিচালিত চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এখনো বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

গতকাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। তবে যেসব বিশ্ববিদ্যালয় এখনো সিদ্ধান্ত জানায়নি, তাদের সঙ্গে আবারো আলোচনায় বসবে ইউজিসি। এর পরও তারা রাজি না হলে তাদের বাদ রেখেই বাকিগুলো নিয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

সমন্বিত পরীক্ষার সিদ্ধান্ত অনুযায়ী মানবিক, ব্যবসায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করে তৈরি করা প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

এর আগে সাত কৃষি বিশ্ববিদ্যালয় সমন্বিতভাবে ভর্তি পরীক্ষার বিষয়ে একমত হয়েছিল। আগামী শিক্ষাবর্ষ থেকে তাদের কার্যক্রম শুরু হবে।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর . কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য এবং তাদের মনোনীত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর কাজী শহীদুল্লাহ বলেন, ভর্তি পরীক্ষা পদ্ধতির বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য ১৯৭৩-এর অধ্যাদেশ বলে গঠিত চারটি বিশ্ববিদ্যালয় এবং কিছু নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে শিগগির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। 

তিনি বলেন, রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার জন্য বিভিন্ন সময় প্রত্যাশা ব্যক্ত করেছেন। গত বছর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠনবাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদসমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার জন্য তাদের অভিমত পুনর্ব্যক্ত করেন।

ইউজিসি চেয়ারম্যান আরো বলেন, আজ দেশ জাতির আকাঙ্ক্ষা হচ্ছে সমন্ব্বিত পদ্ধতিতে একটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হোক। এখানে দ্বিমতের কোনো অবকাশ নেই। আমরা যদি সমন্বিত ভর্তি পরীক্ষা গ্রহণ করি, তাহলে দেশ জাতি আমাদের অভিনন্দিত করবে।

ইউজিসিতে আয়োজিত সভায় সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন কমিশনের সদস্য প্রফেসর . দিল আফরোজা বেগম। সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিশনের সদস্য প্রফেসর . মুহাম্মদ আলমগীর। এছাড়া ইউজিসি সদস্য প্রফেসর . মো. সাজ্জাদ হোসেন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন