ঘরেই দুয়ো শুনল ম্যানইউ!

ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমবারের মতো জিতল বার্নলে। মাঝারি মানের দলটির কাছে বুধবার - গোলে হেরে বসেছে ওলে গুনার সোলশারের দল। বিপর্যস্ত রেড ডেভিলরা ম্যাচ চলাকালেই নিজ সমর্থকদের কাছ থেকে দুয়োর মুখে পড়ে।

৩৯ মিনিটে ক্রিস উডের গোলে লিড নেয় বার্নলে। ৫৬ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন জে রদ্রিগেজ। গোলটিই ম্যানইউর মাঠে বার্নলের ঐতিহাসিক জয় নিশ্চিত করে।

টানা তিন মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডে - গোলের লিড নেয়ার কৃতিত্ব দেখায় বার্নলে। যদিও এবারই প্রথম পূর্ণ পয়েন্ট তুলে নিতে পারল তারা।

পরশু ম্যাচের প্রথমার্ধের বিরতির সময় এবং শেষের অংশে নিজ খেলোয়াড়দের দুয়ো দেন ম্যানইউ সমর্থকরা। এমনকি ম্যাচ শেষ হওয়ার মিনিট আগেই পুরো গ্যালারি খালি করে চলেও যান তারা।

গত মার্চে ম্যানইউর স্থায়ী কোচ হন সোলশার, তারপর ম্যানইউ জয়ের (১১ ম্যাচ) চেয়ে হেরেছেই বেশি (১২ ম্যাচ)

পরশু নরউইচ সিটিকে - গোলে হারিয়েছে হোসে মরিনহোর টটেনহাম, একই রাতে লেস্টার সিটি - গোলে বিধ্বস্ত করে ওয়েস্ট হামকে।

এদিকে ইতালিয়ান কাপে রোমাকে - গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে জুভেন্টাস। ম্যাচে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। জুভেন্টাসের বাকি দুটি গোল বেন্তাকার বোনুচ্চির। রোমার গোলটিও জুভেন্টাসের উপহার! আত্মঘাতী গোল করেন জুভেন্টাস গোলকিপার জিয়ানলুইজি বুফন।

২০২০ সালে তার গোল সংখ্যা ৭। কোপা ইতালিয়ায় এটিই তার প্রথম গোল। ৩৪ বছর বয়সী খেলোয়াড় ক্যারিয়ারে ১৫টি ভিন্ন ক্লাব প্রতিযোগিতায় গোল করার কৃতিত্ব দেখালেন।

কোপা ডেল রেতে আতোয়াঁ গ্রিজম্যানের ইনজুরি টাইমের গোলে ইবিজাকে -- হারাতে পেরেছে বার্সেলোনা। মিনিটে ইবিজাকে এগিয়ে দেন জাভি পেরেজ। ৭২ মিনিটে গ্রিজম্যান সমতা আনেন। ৯৪ মিনিটে বার্সার জয়সূচক গোলও করেন ফরাসি ফরোয়ার্ড। বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন