চীনের করোনা ভাইরাস সংক্রমণে অস্থিতিশীল এশিয়ার শেয়ারবাজার

বণিক বার্তা ডেস্ক

চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া নতুন প্রাণঘাতী ভাইরাস আতঙ্কিত করে তুলেছে বিনিয়োগকারীদের। যার প্রভাবে গতকাল এশিয়ার ইকুইটি বাজারে পতন দেখা গেছে। সংক্রমণ নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কোনো সাফল্যের দেখা পায়নি কর্তৃপক্ষগুলো। এর পাশাপাশি ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক দ্বন্দ্বে ইউরোপীয় বাজারগুলোতেও পতন দেখা গেছে। খবর এএফপি।

সংক্রমণের কেন্দ্র শহরটিকে এরই মধ্যে কার্যকর কোয়ারেন্টাইনের আওতায় নিয়ে আসা হয়েছে। উহান থেকে ফ্লাইট ট্রেন চলাচল বাতিল করার পাশাপাশি বাসিন্দাদেরবিশেষ কারণছাড়া বের হতে নিষেধ করা হয়েছে। এরই মধ্যে চীনজুড়ে ৫৭০ জনের বেশি মানুষউহান ভাইরাসনামে পরিচিত করোনা ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। চীন ছাড়া এশিয়ার বেশকিছু দেশ যুক্তরাষ্ট্রেও ভাইরাসটির সংক্রমণের খবর পাওয়া গেছে।

সিভিয়ার একিউট রেসপিরেটরি সিন্ড্রোমের (সার্স) সঙ্গে মিল থাকায় করোনা ভাইরাসটি নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। ২০০২-০৩ সালে সার্সের সংক্রমণে কয়েক শত মানুষ প্রাণ হারায়।

অ্যাক্সিকরপের প্রধান বাজার বিশ্লেষক স্টিফেন ইনেস বলেন, সামগ্রিক বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে চীনের গুরুত্ব বহু দেশের জন্য বিশাল রফতানি বাজার হওয়ার বাস্তবতা, ভাইরাসটি মুহূর্তে বিশ্বের জন্য বেশ প্রতিকূল ফলাফল বয়ে আনতে পারে।

করোনা ভাইরাস আতঙ্কে এক রাতের মধ্যে তেলের দামের দুটি প্রধান সূচকে শতাংশের বেশি পতন দেখা গেছে। ইনেস বলেন, তেলের চাহিদার ক্ষেত্রে চীনের গুরুত্ব দেশটির অভ্যন্তরীণ ভ্রমণ মৌসুমে সংক্রমণ বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

চীনের চন্ত্র নববর্ষের সরকারি ছুটির মাত্র একদিন আগে উহান কোরেন্টাইন ঘোষণা করা হয়। সাধারণত সময় কয়েক লাখ মানুষ চীনে ভ্রমণ করে থাকে।

ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গতকাল সকালের লেনদেনে হংকং সাংহাইয়ের বাজারে দশমিক শতাংশ পতন দেখা গেছে। এছাড়া টোকিওর বাজারে দশমিক শতাংশ পতন দেখা যায়। এশিয়ার মধ্যে সিডনি সিউল উভয় বাজারে দশমিক শতাংশ পতন ঘটলেও তাইপের বাজারে দশমিক শতাংশ ঊর্ধ্বগতি দেখা যায়।

ইনেস বলেন, রোগটি মোকাবেলার প্রস্তুতি অনুযায়ী ইকুইটি বাজারগুলো প্রতিক্রিয়া দেখিয়েছে। ইকুইটি বাজারগুলোর মনোভাব সাধারণ শক্তিশালী জনস্বাস্থ্য প্রস্তুতির সঙ্গে সম্পৃক্ত। তিনি আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাগুলোর সক্রিয় পদক্ষেপ সার্সের চেয়ে ভালোভাবে উহান ভাইরাস সামাল দেয়ার কারণে ভাইরাসটির প্রভাব কম ক্ষতিকর হবে বলে বাজারগুলোয় আস্থা রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এখন পর্যন্ত বৈশ্বিক জরুরি অবস্থা জারি করেনি। সাধারণত ভয়াবহ পরিস্থিতিতে ধরনের ঘোষণা দেয়া হয়, যা খুবই বিরল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্প নতুন করে ইউরোপের গাড়ি আমদানির ওপর শুল্কারোপের হুমকি দেয়ায় গাড়ি বিক্রির নিষ্প্রভ পূর্বাভাসে ইউরোপীয় শেয়ারবাজারগুলো অস্থিতিশীল হয়ে পড়ে।

ব্রাসেলস একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হতে ব্যর্থ হলে ইউরোপের গাড়ি আমদানিতে শাস্তিমূলক ২৫ শতাংশ শুল্করোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। হুমকির পর স্থানীয় সময় বুধবার লন্ডনের এফটিএসই ১০০ সূচক দশমিক শতাংশ কমে হাজার ৫৭১ দশমিক ৯৩ পয়েন্ট দিয়ে লেনদেন শেষ করে।

এদিকে কার্বন নিঃসরণ নিয়ে জরিমানার মুখে বিলাসবহুল গাড়ি ব্র্যান্ড মার্সেডিজের অভিভাবক কোম্পানি ডাইমলারের শেয়ারদর শতাংশের বেশি কমতে দেখা গেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন