ব্রেক্সিটের পর ব্যবসা আকৃষ্টে সহায়তা চায় লন্ডন

বণিক বার্তা ডেস্ক

দীর্ঘ জটিলতা শেষে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের দ্বারপ্রান্তে রয়েছে ব্রিটেন। ব্রেক্সিটের পর প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকার জন্য বৈশ্বিক ব্যবসা আকৃষ্টে নিয়ন্ত্রক নীতিমালা পুনর্গঠনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির অর্থ বিনিয়োগকারীরা। খবর ব্লুমবার্গ।

ইন্টারন্যাশনাল রেগুলেটরি স্ট্র্যাটেজি গ্রুপের মতে, যুক্তরাজ্যকে ব্যবসার একটি আদর্শ কেন্দ্র করে গড়ার জন্য নিয়ন্ত্রক সংস্থাগুলোর হাতে ক্ষমতা থাকা প্রয়োজন। একটি নতুন ম্যান্ডেটের মাধ্যমে সংস্থাগুলোকে ক্ষমতা দেয়া যেতে পারে, যাতে প্রতিদ্বন্দ্বীদের হাত থেকে লন্ডনের আর্থিক কেন্দ্রকে সহায়তা করতে পারে। সিটি অব লন্ডন করপোরেশন লবি গ্রুপ দ্যসিটিইউকে প্যানেলটির পৃষ্ঠপোষক।

উল্লেখ্য, ২০১৬ সালে গণভোটের পর থেকে ব্রেক্সিট নিয়ে সমঝোতার পদ্ধতি নিয়ে যুক্তরাজ্যের বিনিয়োগ শিল্পকে লড়াই করে যেতে হয়েছে। সিংহভাগ আন্তঃসীমান্ত ব্যবসা লাভ ইইউর নিয়ন্ত্রণ বিধানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার মধ্যে রয়েছে। যদিও যুক্তরাজ্য সরকার অনেক ক্ষেত্রেই জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আভাস দিয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন