ডিসেম্বরে শ্রীলংকায় মূল্যস্ফীতি বেড়ে ৬.২%

বণিক বার্তা ডেস্ক

গত বছরের ডিসেম্বরে শ্রীলংকায় জাতীয় মূল্যস্ফীতি বেড়ে দশমিক শতাংশে দাঁড়িয়েছে। এর আগে নভেম্বরে দেশটিতে মূল্যস্ফীতি ছিল দশমিক শতাংশ। গতকাল শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংক তথ্য জানিয়েছে। খবর ইকোনমি নেক্সট।

ডিসেম্বরে শ্রীলংকার ন্যাশনাল কনজিউমার প্রাইস ইনডেক্স দশমিক শতাংশ বেড়ে ১৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে নভেম্বরে সূচকটি দশমিক শতাংশ বৃদ্ধি পেয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক জাতীয় মূল্যস্ফীতি থেকে শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

খাদ্য জ্বালানির মতো অস্থিতিশীল পণ্যমূল্য বাদে ডিসেম্বরে দেশটিতে মূল মূল্যস্ফীতি দশমিক শতাংশ বাড়তে দেখা গেছে। নভেম্বরের শতাংশের তুলনায় গত মাসে খাদ্যমূল্যস্ফীতি বেড়ে দশমিক শতাংশে দাঁড়ায়। একই সময় খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়ায় দশমিক শতাংশ।

শ্রীলংকার প্রধান মাহা মৌসুমের আগে কম সরবরাহ ফসল এবং বছর শেষের ছুটির কারণে সাধারণত ডিসেম্বরে দেশটিতে খাদ্যমূল্য বৃদ্ধি পায়। এছাড়া ডিসেম্বরের বিরূপ আবহাওয়াও খাদ্যমূল্য বাড়িয়ে তোলে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন