সাফারি ব্রাউজার

নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিলেন গুগলের গবেষকরা

বণিক বার্তা ডেস্ক

অ্যাপল ইনকরপোরেশনের সাফারি ওয়েব ব্রাউজারে একাধিক নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেছেন গুগলের নিরাপত্তা গবেষকরা। এসব ত্রুটি কাজে লাগিয়ে সাফারি ব্রাউজার ব্যবহারকারীদের ওয়েব ব্রাউজিংয়ের তথ্য ট্র্যাকিংয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। গুগলের গবেষকদের দাবি, সাফারি ব্রাউজারের জন্য বিশেষভাবে ডিজাইন করা একটি নিরাপত্তা টুলে ত্রুটিগুলো পাওয়া গেছে। অথচ ওই টুলের মাধ্যমেই সাফারি ব্রাউজার ব্যবহারকারীদের তথ্যে তৃতীয় পক্ষের প্রবেশের সুযোগ সৃষ্টি হয়েছে। গত বছরের আগস্টে অ্যাপলের কাছে নিরাপত্তা ত্রুটি শনাক্তের বিষয়ে জানিয়েছে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশন। অ্যাপলের পক্ষ থেকে নিরাপত্তা ত্রুটিগুলো সারাইয়ে প্যাচ সরবরাহের কথা নিশ্চিত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন