চলচ্চিত্র নিয়ে হায়দার রিজভীর মাস্টার ক্লাস

ফিচার প্রতিবেদক

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি বাংলাদেশ ফিল্ম স্কুল যৌথভাবে চলচ্চিত্র ভাষাবিষয়ক একটি মাস্টার ক্লাসের আয়োজন করেছে। মাস্টার ক্লাসে পাঠদান করবেন চলচ্চিত্র শিক্ষক চলচ্চিত্রকার হায়দার রিজভী। আজ বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ কক্ষে মাস্টার ক্লাসটি অনুষ্ঠিত হবে।

চলচ্চিত্রের ভাষাবিষয়ক এই মাস্টার ক্লাসে চলচ্চিত্র শিক্ষক হায়দার রিজভী তার চলচ্চিত্র চিন্তা দর্শন উপস্থাপন করবেন। পাশাপাশি তিনি বিশ্ব চলচ্চিত্রের ১২৫ বছরের ইতিহাসের আলোকে চলচ্চিত্রের ভাষার বাঁক পরিবর্তনের বিশ্লেষণ তুলে ধরবেন। মাস্টার ক্লাসে তিনি চলচ্চিত্রের ভাষা বৈশ্বিক হলেও তার স্থানিক বৈশিষ্ট্য গুরুত্ব নিয়ে তুলনামূলক আলোচনা উপস্থাপন করবেন। এছাড়া একজন স্বাধীন চিন্তাশীল চলচ্চিত্রকার হিসেবে ইউরোপ বাংলাদেশের চলচ্চিত্রে তার জীবনযাত্রার ইতিহাসের আলোকে চলচ্চিত্র নির্মাণের বর্তমান পরিসর এবং পরিস্থিতির ব্যাখ্যা করবেন।

চলচ্চিত্র নির্মাণবিষয়ক মাস্টার ক্লাস সব তরুণ নবীন চলচ্চিত্র নির্মাতা চলচ্চিত্রকর্মীদের জন্য উন্মুক্ত থাকবে। তবে মাস্টার ক্লাসে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন