তিন বছরের মধ্যে প্রথমবার চীনে স্বর্ণের ব্যবহার কমেছে

বণিক বার্তা ডেস্ক

চীন বিশ্বের শীর্ষ স্বর্ণ ভোক্তা দেশ। তবে ২০১৯ সালে তিন বছরের মধ্যে প্রথমবারের মতো দেশটিতে মূল্যবান ধাতুটির ব্যবহার কমেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধের জেরে দেশটির অর্থনৈতিক শ্লথগতি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের রেকর্ড মূল্যবৃদ্ধি এক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করেছে। খবর সিনহুয়া।

চায়না গোল্ড অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরজুড়ে দেশটি সব মিলিয়ে হাজার দশমিক টন স্বর্ণ ব্যবহার করেছে, যা আগের বছরের তুলনায় ১২ দশমিক ৯১ শতাংশ কম। এর মধ্যে স্বর্ণের বার কয়েন হিসেবে ব্যবহার কমেছে ২৬ দশমিক ৯৭ শতাংশ। জুয়েলারি এবং ইন্ডাস্ট্রি অন্যান্য সেক্টরে পণ্যটির ব্যবহার কমেছে যথাক্রমে দশমিক দশমিক শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন