লিবরা অ্যাসোসিয়েশন ছাড়ার ঘোষণা ভোডাফোনের

ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি লিবরা চালুর জন্য বিশ্বের খ্যাতনামা ২৭টি প্রতিষ্ঠান নিয়ে গড়ে উঠেছিল অলাভজনক সংস্থা লিবরা অ্যাসোসিয়েশন। কিন্তু গেল বছর জুনে ঘোষণার পর থেকেই বিশ্বব্যাপী নানান সমালোচনায় পড়েছে এই উদ্যোগ। সংস্থা গঠনের কয়েকদিনের মাথাতেই বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় পেপাল, মাস্টারকার্ড, উবারসহ বেশ কয়েকটি সংস্থা। এবার সেই পথে এগোল ভোডাফোন।

ভোডাফোনের মুখপাত্র বলেছেন, ‘ভোডাফোন গ্রুপ লিবরা অ্যাসোসিয়েশন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ 

তিনি আরো বলেন, আমরা শুরু থেকেই বলেছি যে, ভোডাফোনের চাওয়া হল আর্থিক অন্তর্ভুক্তিকে প্রসারিত করার ক্ষেত্রে প্রকৃতভাবে অবদান রাখা।’ তবে লিবরা ছাড়লেও ভোডাফোন তাদের এই লক্ষ্যে এখনো ‘প্রতিশ্রুতিবদ্ধ’ বলে দাবি করেছেন এই কর্মকর্তা। তারা তাদের এই লক্ষ্য মোবাইল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘এম-পেসা’র মাধ্য পূরণ করতে আগ্রহী। তিনি বলেন, ‘আমরা এম-পেসাতে বেশি ফোকাস করে আর্থিক অন্তভুক্তিকে ছড়িয়ে দিতে বেশি অবদান রাখতে পারব বলে মনে করি।’

এদিকে সমালোচনা সত্বেও ২০২০ সালের মাঝামাঝি ডিজিটাল মুদ্রা লিবরা চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে ফেসবুক।

ভোডাফোন বেরিয়ে যাওয়ার ঘোষণার পরে লিবরা অ্যাসোসিয়েশনের পলিসি অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান ডানতে ডিসপার্তে বলেছেন, অ্যাসোসিয়েশনের (লিবরা) সদস্য সংখ্যা সময়ে সময়ে পরিবর্তিত হচ্ছে, তবে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটা নিশ্চিত করা হচ্ছে যে, লিবরা পেমেন্ট সিস্টেমের কার্যক্রম অবশ্যই চালু থাকবে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন