রকিবুলের হ্যাটট্রিকে যুবাদের জয়

ক্রীড়া প্রতিবেদক

চলতি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে রকিবুল হাসানের হ্যাটট্রিকে স্কটল্যান্ডকে উইকেটে হারিয়েছে বাংলাদেশ। জয়েসিগ্রুপের শীর্ষস্থানেই থাকল বাংলাদেশ। খেলায় জুনিয়র টাইগারদের সংগ্রহ পয়েন্ট। টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল স্কটল্যান্ড। এক ম্যাচ খেলে পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। এক ম্যাচ খেলে পয়েন্টশূন্য জিম্বাবুয়েও।

গাণিতিক হিসাব বাদ দিলে বাংলাদেশের যুবারা শেষ আটে পৌঁছে গেছে এটা বলাই যায়। আসর থেকে জুনিয়র টাইগারদের বিদায় দিতে হলে অসম্ভব কিছু করে দেখাতে হবে জিম্বাবুয়েকে। আজ পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ে হেরে গেলেই শেষ আটের ছাড়পত্র পেয়ে যাবে আকবর আলীর দল। আগামী শুক্রবার পাকিস্তানের বিপক্ষে জিতলে গ্রুপসেরা হিসাবে সেরা আটে খেলবে বাংলাদেশের যুবারা। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে উইকেটে হারিয়েছে আকবর আলীর দল।

গতকাল পচেফস্ট্রুমে বাংলাদেশের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি স্কটল্যান্ড। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮৯ রানে অলআউট হয় তারা। একটা পর্যায়ে মাত্র ২১ রান তুলতেই উইকেট হারিয়ে বসে দলটি। পাঁচ নম্বরে খেলতে নেমে উজাইর শাহ (২৭) কিছুটা দৃঢ়তা দেখালেও রকিবুলের আঘাতে বেশিদূর এগোতে পারেনি দলটি। ইনিংসের ২৪তম ওভারে তৃতীয়, চতুর্থ পঞ্চম বলে উইকেট নিয়ে এবারের আসরের প্রথম হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন রকিবুল। . ওভারে ২০ রান খরচায় উইকেট তুলে নেন এই বাঁহাতি স্পিনার।

৯০ রানের টার্গেটে নেমে শুরুটা ভালো হয়নি। মাত্র ৩৬ রান তুলতেই বাংলাদেশ হারায় তিন উইকেট। তবে স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি স্কটিশ শিবিরে। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে ৫৬ রান তুলে নিয়ে জয় নিয়েই মাঠ ছাড়েন তৌহিদ হৃদয় (১৭*) মাহমুদুল হাসান (৩৫) বাংলাদেশ জয় তুলে নেয় ২০০ বল হাতে রেখেই।

সংক্ষিপ্ত স্কোর :

স্কটল্যান্ড: ৩০. ওভারে ৮৯/১০ (উজাইর ২৭, কেয়ার্নস ১৭, শরিফুল /১৩, রকিবুল /২০) বাংলাদেশ: ১৬. ওভারে ৯১/ (পারভেজ ২৫, মাহমুদুল ৩৫)

ফল: বাংলাদেশ উইকেটে জয়ী। ম্যাচসেরা: রকিবুল হাসান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন