শিষ্যর কাছে হেরেও গর্বিত মানস

ক্রীড়া প্রতিবেদক

ফেডারেশন কাপ টেবিল টেনিসের নারী এককে শীর্ষ বাছাই সোনাম সুলতানা সোমা চ্যাম্পিয়ন হলেও নিজের ছাত্রর কাছে হেরে গেলেন ছেলেদের বিভাগের শীর্ষ বাছাই মানস চৌধুরী।

ম্যাচ হেরেও গর্বিত মানস চৌধুরী। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আমার ছাত্র সজিব আমার বিপক্ষে - সেটে জিতে ফেডারেশন কাপ টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হয়েছে। হারে আমি অনেক খুশি। কারণ বরাবরই আমি স্বপ্ন দেখে এসেছি, চট্টগ্রামের কোনো খেলোয়াড় আমাকে হারিয়ে জাতীয় পর্যায়ের কোনো আসরে চ্যাম্পিয়ন হোক। অবশেষে তাকে আমি খুঁজে পেয়েছি।

ছেলেদের দলগত বিভাগে শেখ রাসেলকে চ্যাম্পিয়ন করানো মানস এককের লড়াইয়ে ছিলেন ফেভারিট। কিন্তু টেবিলের লড়াইয়ের শুরুতেই পিছিয়ে যান ঘরোয়া র্যাংকিংয়ের শীর্ষে থাকা তারকা। মুফরাদুল খায়ের হামজা সজিবের বিপক্ষে প্রথম সেটে তার হার ১১- পয়েন্টে। পরের সেটে আরো বড় হার, ব্যবধান ১১-৩। - ব্যবধানে পিছিয়ে যাওয়া অবস্থায় ১১-, ১২-১০ ১১- পয়েন্টে টানা তিন সেট জিতে - ব্যবধানে এগিয়ে যান মানস। ১১- পয়েন্টে ষষ্ঠ সেট জিতে ম্যাচটা জমিয়ে তোলেন সজিব। ভাগ্য নির্ধারণী শেষ সেটে তুমুল লড়াই হলেও শেখ রাসেল ক্রীড়াচক্রের সতীর্থ মানসকে ১২-১০ পয়েন্টে হারিয়ে উল্লাসে মাতেন সজিব।

আবাহনীর সোমা - সেটে হারান সেনাবাহিনীর নওরিন সুলতানা মাহিকে। প্রথম সেট -১১ পয়েন্টে হারের পর ১১- পয়েন্টের জয়ে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান সোমা। তৃতীয় সেটে ১১- পয়েন্টের জয়ে ফের এগিয়ে যান মাহি। ১১-, ১১- ১১- পয়েন্টে টানা তিন সেট জিতে ম্যাচ নিজের করে নিয়েছেন ঘরোয়া র্যাংকিংয়ের শীর্ষে থাকা সোমা। দলগত বিভাগেও চ্যাম্পিয়ন হয়ে দ্বিমুকুট জয় করেন সময়ের অন্যতম সেরা নারী খেলোয়াড়।

টিটি ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন