অস্ট্রেলিয়ার দাবানল পরিস্থিতি

বৃষ্টিতে সাময়িক উপশম ঘটলেও আবার অবনতির আশঙ্কা

বণিক বার্তা ডেস্ক

অস্ট্রেলিয়ায় দাবানলের ধোঁয়ার কারণে বাতাস দূষিত হয়ে পড়ায় কয়লা উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে অ্যাংলো-অস্ট্রেলিয়ান খনি কোম্পানি বিএইচপি গ্রুপ। এদিকে বৃষ্টির কারণে সাময়িক উপশম ঘটলেও কয়েক দিনের মধ্যেই এর অবসান ঘটবে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। খবর রয়টার্স।

গত বছরের সেপ্টেম্বর থেকে টানা দাবানলে বিশ্বের ১৪তম অর্থনীতিটির বিশাল অঞ্চল (জার্মানির এক-তৃতীয়াংশের সমান) পুড়ে গেছে। দাবানলের কারণে পর্যটন বীমা শিল্প খাতের প্রতিটি ৬৮ কোটি ৭০ লাখ ডলার ক্ষতির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গত কয়েক দিনের ঝড় বৃষ্টিপাতের পরও গতকাল পর্যন্ত পূর্ব উপকূলের বিভিন্ন অংশে আগুনের উৎসগুলো জ্বলতে দেখা গেছে।

এদিকে নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ রাজ্যের দক্ষিণ উপকূলে উচ্চ দাবানল সতর্কতা জারি করেছে। এছাড়া আজ ভিক্টোরিয়ার মধ্যাঞ্চল প্রতিবেশী সাউথ অস্ট্রেলিয়া রাজ্যে তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

প্রবল বাতাস উষ্ণ তাপমাত্রায় বিদ্যমান দাবানলগুলো বেড়ে যাওয়া নতুন দাবানল সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। যে কারণে বেশকিছু এলাকায়চরম দাবানল সতর্কতাজারি করা হয়েছে। এদিকে দাবানলের ধোঁয়া ধুলার কারণে বায়ুর মান হ্রাস পাওয়ায় নিউ সাউথ ওয়েলসে নিজেদের কয়লা খনির উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে বিএইচপি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন