কোনো অবস্থাতেই সিএএ বাতিল হবে না —অমিত শাহ

বণিক বার্তা ডেস্ক

কোনো পরিস্থিতিতেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিল করা হবে না বলে ঘোষণা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আইনটির বিরোধিতায় ভারতজুড়ে ছাত্র সুশীল সমাজের চলমান বিক্ষোভের মধ্যে গতকাল লক্ষেৗতে এক সমাবেশে ঘোষণা দেন তিনি। খবর এনডিটিভি।

ভারতের বিরোধী নেতাদের বিতর্কের চ্যালেঞ্জ জানিয়ে অমিত শাহ বলেন, যে বা যারাই প্রতিবাদ করুক না কেন, কোনো অবস্থায় আইন প্রত্যাহার করা হবে না। আমরা বিরোধীদের ভয় পাই না, আমরা এর মধ্যেই জন্মেছি।

সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভের অন্যতম কেন্দ্র লক্ষেৗর সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান বিরোধী দল কংগ্রেস সমাজবাদীর বিরুদ্ধে আইন নিয়ে মিথ্যা ছড়ানোর অভিযোগ করেছেন। সময় তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ বিরোধী নেতাদের নাম উল্লেখ করে বলেন, দেশের যেকোনো স্থানে নাগরিকত্ব আইন নিয়ে বিতর্কে নামার সাহস রয়েছে।

গত ডিসেম্বরের মাঝামাঝি সংশোধিত নাগরিকত্ব আইন, ২০১৯ পাস করে ভারত সরকার। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা আইনটি ভারতকে ধর্মীয়ভাবে নিপীড়িতদের আশ্রয়স্থল করবে বলে প্রচার করে আসছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন