স্কয়ার ফার্মা

শেয়ার কিনবেন অঞ্জন চৌধুরী ও রত্না পাত্র

নিজস্ব প্রতিবেদক

ওষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির দুই পরিচালক অঞ্জন চৌধুরী রত্না পাত্র। পাবলিক মার্কেটে বিদ্যমান বাজারদরে তারা দুজন তিন লাখ করে শেয়ার কিনবেন। ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার কেনার প্রক্রিয়া সম্পন্ন হবে।

১৯৯৫ সালে শেয়ারবাজারে আসা কোম্পানিটির অনুমোদিত মূলধন হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৮৪৪ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে হাজার ৭৪৪ কোটি ৯৪ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৮৪ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৫৯। এর ৩৪ দশমিক ৪৩ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১০ দশমিক ২৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১৯ দশমিক ৮৩ শতাংশ বিদেশী বিনিয়োগকারী বাকি ৩৫ দশমিক ৪৬ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্কয়ার ফার্মা শেয়ারের সর্বশেষ দর ছিল ১৯৪ টাকা ৫০ পয়সা, যা আগের কার্যদিবসের চেয়ে ৭০ পয়সা বা দশমিক ৩৬ শতাংশ কম। সমাপনী দর ছিল ১৯৫ টাকা ১০ পয়সা। এদিন শেয়ারটির দর ১৯২ টাকা থেকে ২০০ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করে। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৬১ টাকা ২৭৭ টাকা ৩০ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন