সিরাজগঞ্জে নাশকতা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

বণিক বার্তা প্রতিনিধি সিরাজগঞ্জ

নাশকতা সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গত সোমবার গভীর রাতে উল্লাপাড়া উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। হেলাল সরকার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর গ্রামের বাসিন্দা।

উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ বলেন, বিএনপি নেতা হেলাল সরকারের বিরুদ্ধে নাশকতা সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে -৭টি মামলা রয়েছে। ওইসব মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। গত সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গতকাল বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এদিকে হেলাল সরকারকে গ্রেফতারের ঘটনায় নিন্দা প্রতিবাদ জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, বিরোধী মতকে দমন করতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি হেলাল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করেন। তাকে মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন