৫ম ক্রেতা-বিক্রেতা সম্মিলন

এসএমই ফাউন্ডেশনের প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত

ক্ষুদ্র তৃণমূল পর্যায়ের পণ্য উৎপাদনকারী এবং অপেক্ষাকৃত নতুন নারী উদ্যোক্তাদের মূল ধারার বাজার ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে শিগগিরই পঞ্চমবারের মতো ক্রেতা-বিক্রেতা সম্মিলন আয়োজন করতে যাচ্ছে এসএমই ফাউন্ডেশন। গতকাল উপলক্ষে ফাউন্ডেশনের সভাকক্ষে নারী উদ্যোক্তা উন্নয়ন উইংয়ের আয়োজনে দিনব্যাপী প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ৪০ নারী উদ্যোক্তা।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তৃতা করেন ফাউন্ডেশনের পরিচালক পর্ষদ সদস্য রাশেদুল করীম মুন্না, ইসমাত জেরিন খান, উপব্যবস্থাপনা পরিচালক এসএম শাহীন আনোয়ার, মহাব্যবস্থাপক ফারজানা খান। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন দেশী পণ্যের ব্র্যান্ড বিবিয়ানার স্বত্বাধিকারী লিপি খন্দকার, অঞ্জনসের স্বত্বাধিকারী শাহীন আহমেদ এবং থ্রি-টেকের স্বত্বাধিকারী তাসনীম আলম শাহীন।

কর্মশালায় তারা নতুন নারী উদ্যোক্তাদের পণ্যের গুণগত মানোন্নয়ন, ব্যবসায়িক বিকাশে সহায়তা উৎপাদনকারী নারী উদ্যোক্তাদের কাঙ্ক্ষিত ক্রেতার সঙ্গে পরিচিতি, বাণিজ্যিক ক্রেতাদের খুঁজে পাওয়ার উপায় এবং ক্রেতা-বিক্রেতার মধ্যে সেতুবন্ধ তৈরির নানা দিক তুলে ধরেন। সেসঙ্গে ক্রেতার চাহিদা অনুযায়ী সুবিধাজনক দামে পণ্য উৎপাদন সম্পর্কেও ধারণা দেন তারা।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন