২০২০ সাল

চীনে ইস্পাতের ব্যবহার ২% বাড়তে পারে

বণিক বার্তা ডেস্ক

চলতি বছর চীনে পরিশোধিত ইস্পাতের ব্যবহার বেড়ে ৮৮ কোটি ৯৮ লাখ টনে উন্নীত হতে পারে, যা আগের বছরের তুলনায় শতাংশ বেশি। মূলত দেশটির নির্মাণ খাতে ধাতুটির ব্যবহার বৃদ্ধির জেরে সামগ্রিক ব্যবহারে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকতে পারে। চায়না আয়রন অ্যান্ড স্টিল অ্যাসোসিয়েশন (সিআইএসএ) সম্প্রতি তথ্য জানিয়েছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটস।

তবে বছর ইস্পাত ব্যবহারে দেশটির প্রবৃদ্ধি আগের বছরের তুলনায় কমবে। সিআইএসএর তথ্য অনুযায়ী, শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ২০১৯ সালে দেশটিতে শিল্প ধাতুটির ব্যবহার দাঁড়িয়েছিল ৮৭ কোটি ৫৩ লাখ টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশটিতে পণ্যটির ব্যবহার কোটি ৪৫ লাখ টন বাড়তে পারে, তবে প্রবৃদ্ধির ব্যবধান দাঁড়াতে পারে শতাংশ। এদিকে চাহিদা সরবরাহে ভারসাম্য রেখে চলতি বছর দেশটির কারখানাগুলোয় পণ্যটির উৎপাদন আগের বছরের তুলনায় শতাংশ বাড়তে পারে।

চলতি বছর ইস্পাতের ব্যবহারে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি থাকতে পারে নির্মাণ খাতে। সিআইএসএর তথ্য অনুযায়ী, ২০২০ সালে খাতে দেশটি সব মিলিয়ে ৪৯ কোটি ৮০ লাখ টন পরিশোধিত ইস্পাত ব্যবহার করতে পারে, যা আগের বছরের তুলনায় শতাংশ বেশি। এছাড়া ক্রমবর্ধমান চাহিদার জেরে মেশিনারি সেক্টরেও পণ্যটির ব্যবহারে ঊর্ধ্বমুখী প্রবণতা বাজায় থাকতে পারে। তবে দেশটির যানবাহন, জাহাজ কনটেইনার নির্মাণে পণ্যটির ব্যবহারে মন্দা ভাব বজায় থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন