থাইল্যান্ডের চালের দাম আরো বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

দীর্ঘকালীন খরার প্রভাবে থাইল্যান্ডে চালের উৎপাদন কমছে। এতে সরবরাহ সংকটের আশঙ্কায় বেশ কিছুদিন ধরেই দেশটির চালের বাজার ঊর্ধ্বমুখী রয়েছে। ধারাবাহিকতায় সর্বশেষ সপ্তাহে পণ্যটির রফতানি মূল্য বেড়ে ২০ মাসের সর্বোচ্চে পৌঁছেছে। খবর বিজনেস রেকর্ডার।

সর্বশেষ সপ্তাহে থাইল্যান্ড বেঞ্চমার্কে রফতানিযোগ্য শতাংশ ভাঙা চলের প্রত্যেক টন বিক্রি হয়েছে প্রকারভেদে ৪৩৫ থেকে ৪৪৫ মার্কিন ডলার, আগের সপ্তাহে যা ছিল ৪২৫ থেকে ৪৩৫ ডলার। খাতসংশ্লিষ্ট বিশ্লেষকরা বলছেন, দেশটিতে চলমান খরা পরিস্থিতি ডলারের বিপরীতে অভ্যন্তরীণ মুদ্রার শক্তিশালী বিনিময় হার চালের রফতানিমূল্য বাড়িয়ে তুলেছে।

ভারতের পর বিশ্বের দ্বিতীয় শীর্ষ চাল রফতানিকারক দেশ থাইল্যান্ড। ক্রমেই পণ্যটির রফতানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়ছে দেশটির রফতানি খাতে। মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) সম্প্রতি পূর্বাভাস করেছে, এবার দেশটি থেকে খাদ্যপণ্যটির রফতানি কমে গত সাত বছরের সর্বনিম্নে নামতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন