বাজারে হুয়াওয়ের উচ্চগতির দুই ওয়্যারলেস রাউটার

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে উচ্চগতির দুই ওয়্যারলেস রাউটার উন্মোচন করেছে হুয়াওয়ে। স্মার্ট ইকোসিস্টেমের অংশ হিসেবে বাসা প্রতিষ্ঠানে ব্যবহার উপযোগী রাউটারগুলো এনেছে প্রতিষ্ঠানটি। ডব্লিউএস ৩১৮ এন (দুই অ্যান্টেনা) ডব্লিউএস ৫২০০ (চার অ্যান্টেনা) রাউটার দুটির দাম ধরা হয়েছে যথাক্রমে হাজার ৫৫০ টাকা এবং হাজার ৮৯৯ টাকা।

হুয়াওয়ের দাবি, উভয় রাউটারের বিশেষত্ব হলো এলডিপিসি প্রযুক্তি। প্রযুক্তির ফলে নেটওয়ার্ক রেঞ্জের মধ্যে এক বা একাধিক পুরু দেয়াল থাকলেও ইন্টারনেটের গতিতে কোনো প্রভাব পড়বে না।

হুয়াওয়ের ডব্লিউএস ৩১৮ এন (দুই অ্যান্টেনা) ডব্লিউএস ৫২০০ (চার অ্যান্টেনা) রাউটার দুটিতে মিলবে প্যারেন্টাল কন্ট্রোল, ডিভাইস ম্যানেজমেন্ট, ওয়াই-ফাই টাইমারসহ দরকারি সব ফিচার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন