সরকারি চাকরিতে সরাসরি নিয়োগ

অষ্টম ও উপরের গ্রেডে কোটা রহিতের প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে নন-ক্যাডার অষ্টম বা এর উপরের গ্রেডধারী পদগুলোয় সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের কোটা না রাখার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এজন্য কোটা বণ্টন পদ্ধতিসংক্রান্ত সংশ্লিষ্ট এক পরিপত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম তথ্য জানিয়েছেন।

জানা গেছে, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে ঘোষিত সর্বশেষ পরিপত্র অনুযায়ী, নবম গ্রেড (প্রথম শ্রেণী) দশম থেকে ১৩তম গ্রেডের (দ্বিতীয় শ্রেণী) পদে নিয়োগের ক্ষেত্রে কোনো কোটা নেই। অন্যদিকে অষ্টম বা এর উপরের গ্রেডে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোটা বণ্টন পদ্ধতি নিয়ে পরিপত্রে কোনো স্পষ্ট নির্দেশনা ছিল না। সেটিকে স্পষ্ট করতেই প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, সরকারি কর্মকমিশন (পিএসসি) নবম গ্রেড দশম থেকে ১৩তম গ্রেড ছাড়াও অষ্টম গ্রেড বা তার উপরের গ্রেডের কোনো কোনো পদে সরাসরি নিয়োগ দেয়। কিন্তু আগের পরিপত্রে কেবল নবম গ্রেড (প্রথম শ্রেণী) দশম থেকে ১৩তম গ্রেডের (দ্বিতীয় শ্রেণী) পদে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিল করা হলেও অষ্টম বা তার উপরের গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোটা বণ্টন পদ্ধতি কী হবে, সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই। এজন্যই পরিপত্রটি সংশোধনের প্রয়োজন দেখা দেয়।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মন্ত্রিসভা সিদ্ধান্ত দিয়েছে, নবম থেকে যত উপরের দিকে যাক, সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোনো কোটা পদ্ধতি থাকবে না।

এছাড়া আকাশপথে যাত্রীদের ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে নতুন আরেকটি আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আকাশপথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন) আইন ২০২০-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইন কার্যকর হলে আকাশপথে দুর্ঘটনায় মৃত্যু, আঘাত লাগেজ হারিয়ে গেলে যাত্রীদের ক্ষতিপূরণের পরিমাণ বাড়বে। উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হলে বর্তমানে ক্ষতিপূরণের পরিমাণ ২০ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা। নতুন খসড়া আইনে দুর্ঘটনায় মৃত্যু হলে কোটি ১৭ লাখ ৬২ হাজার ৩৩৪ টাকা ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে। এছাড়া  ফ্লাইট দেরি হলে মালপত্র নষ্ট বা হারিয়ে গেলেও পাওয়া যাবে বড় অংকের ক্ষতিপূরণ।

গতকালের বৈঠকে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন নিয়ন্ত্রণ) (সংশোধন) ২০২০ আইনের খসড়া, আয়োডিনযুক্ত লবণ আইন ২০২০-এর খসড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন ২০১৯-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবসের পাশাপাশি জাতীয় ক্রীড়া দিবস উদযাপনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্ত্রিসভা বৈঠকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনটি আন্তর্জাতিক পুরস্কার হস্তান্তর করেছেন। এর মধ্যে গত বছরের নভেম্বরে ভিয়েতনামে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (এপিআইসিটিএ) অ্যাওয়ার্ড-২০১৯ প্রতিযোগিতায় প্রাপ্ত দুটি পুরস্কারও রয়েছে। সে সময় সরকারের কেন্দ্রীয় তথ্য, সেবা অভিযোগ ব্যবস্থাপনার কলসেন্টার ৩৩৩-এর পাবলিক সার্ভিস-গভর্নমেন্ট অ্যান্ড সিটিজেন ক্যাটাগরিতে এবং গ্রামীণ -কমার্স একশপ মার্কেট প্লেস অ্যান্ড রিটেইল ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছিল। এর দুটোই আইসিটি বিভাগের অধীন এটুআই প্রকল্পের মাধ্যমে উদ্ভাবিত বাস্তবায়িত।

এছাড়া গত বছরের নভেম্বরেই মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএসওসিআইও আইসিটি এডুকেশন অ্যাওয়ার্ড-২০১৯ অর্জন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বাস্তবায়নাধীন উদ্ভাবন উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প পুরস্কারটিও গতকাল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন