হারারে টেস্ট

সেঞ্চুরি ছাড়াই জিম্বাবুয়ের সাড়ে তিনশ

২০১৭ সালের পর প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্ট খেলতে নামা জিম্বাবুয়ে ব্যাটিংয়ে দারুণ দৃঢ়তা দেখাল। সফরকারী শ্রীলংকার বিপক্ষে প্রথম ইনিংসে কোনো সেঞ্চুরি ছাড়াই সাড়ে তিনশ রান তুলে নিয়েছে শন উইলিয়ামসের দল।

অনেক পরিবর্তনের জিম্বাবুয়ে প্রথম দিন বেশ দেখেশুনে খেলেছে। তাই তো ৮৪ ওভার ব্যাটিং করে উইকেটে মাত্র ১৮৯ রান নিয়ে মাঠ ছাড়ে তারা। এদিন প্রিন্স মাসভাউরে (৫৫) কেভিন কাসুজা (৬৩) হাফ সেঞ্চুরি করেন। ক্রেগ আরভিন ৫৫ ব্রেন্ডন টেলর ১৩ রানে অপরাজিত ছিলেন। গতকাল টেলর ব্যক্তিগত ২১ রানে সুরাঙ্গা লাকমলের শিকার হলেও আরভিন ইনিংসটা টেনে নেন ৮৫ পর্যন্ত। তাদের বিদায়ের পর সিকান্দার রাজা (৪১), ডোনাল্ড তিরিপানোর লড়াইয়ে সাড়ে তিনশ পেরিয়ে যায় স্বাগতিকরা।

লংকান বোলারদের মধ্যে উইকেট শিকার করে সবচেয়ে সফল স্পিনার লাসিথ এমবুলদেনিয়া। এছাড়া লাকমল লাহিরু কুমারা দুটি করে উইকেট নেন।

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা জিম্বাবুয়ে হারারে টেস্টে তিনজনকে অভিষেক ঘটিয়েছে। এরা হলেন কাসুজা, আইনস্লে এনদোলভু ভিক্টর নিয়াউচি। ক্রিকইনফো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন