অস্ট্রেলিয়ান ওপেন শুরু

শীর্ষ তারকাদের শুভসূচনা

কোনো অঘটন ছাড়াই প্রথম দিন পার করল বছরের প্রথম গ্র্যান্ড স্লাম আসর অস্ট্রেলিয়ান ওপেন। গতকাল প্রথম রাউন্ডে শুভসূচনা পেয়েছেন শীর্ষ তারকারা। রজার ফেদেরার, সেরেনা উইলিয়ামস, অ্যাশলেই বার্টি, নাওমি ওসাকা, পেত্রা কেভিতোভা, স্তেফানোস সিসিপাস উঠেছেন দ্বিতীয় রাউন্ডে। অল-আমেরিকান দ্বৈরথে সাতবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামসকে - (/), - গেমে হারিয়ে দিলেন ১৫ বছর বয়সী কোকো গাফ।

২০ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন রজার ফেদেরার অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম খেলেন ২০ বছর আগে। সেই থেকে এখন পর্যন্ত কখনই প্রথম রাউন্ডে হারেননি। হারলেন না এবারো। গতকাল প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের স্টিভ জনসনকে সরাসরি -, -, - গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে নাম লেখান সুইস গ্রেট। জয় শেষে তিনি বলেন, ‘আমার ভাবনা রাউন্ড বাই রাউন্ড, পয়েন্ট বাই পয়েন্ট। আমি জানি, অন্যরাও এখানে দারুণ খেলছে, তাই আমাকে গুরুত্বপূর্ণ সময়ে স্রেফ শান্ত থাকতে হবে।

ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে নিজের সপ্তম শিরোপার লক্ষ্যে খেলছেন ৩৮ বছর বয়সী ফেদেরার। এখানে সর্বশেষ ২০১৮ সালে শিরোপা হাতে তুলেছেন তিনি। মেলবোর্ন পার্কে ২০০০ সালে তৃতীয় রাউন্ডে বিদায় নেন ফেদেরার, এরপর এতটা আগেভাগে তার বিদায়ের নজির নেই।

দ্বিতীয় রাউন্ডে ফেদেরারের সঙ্গী হয়েছেন সাতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। বর্তমান চ্যাম্পিয়ন দ্বিতীয় বাছাই জোকোভিচ - (/), -, -, - গেমে হারান জার্মানির ইয়ান-লেনার্ড স্ট্রাফকে।

২৩ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন সেরেনা রেকর্ড ছোঁয়ার মিশনে প্রথম রাউন্ডে বাধার মুখেই পড়েননি। রাশিয়ার আনাস্তাসিয়া পোতাপোভাকে -, - গেমে গুঁড়িয়ে দেন তিনি। মাত্র ৫৮ মিনিটেই প্রতিপক্ষকে বিধ্বস্ত করে সেরেনা বুঝিয়ে দিলেন, ৩৮ বছর বয়সেও তিনি কেন ফেভারিট।

নারী এককে বর্তমান চ্যাম্পিয়ন ওসাকার শুরুটা ধীরগতিতে হলেও শেষ পর্যন্ত -, - গেমে হারান চেক প্রজাতন্ত্রের ম্যারি বুজকোভাকে। জয়ের পথে শক্তিশালী সার্ভে নেট ছিঁড়ে ফেলে প্রথম দিন আলোচনায় নাওমি। দুবারের সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন কেভিতোভা মাত্র ৫১ মিনিটেই সরাসরি সেটে হারিয়ে দেন চেক খেলোয়াড় ক্যাটারিনা সিনিয়াকোভাকে।

নারী এককে শীর্ষ বাছাই হোম ফেভারিট বার্টি ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কোর কাছে প্রথম সেট হেরে অঘটনের শঙ্কা জাগান। যদিও সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে তিনি ম্যাচ জিতে নেন -, -, - গেমে। ১৯৭৮ সালের পর অস্ট্রেলিয়ান ওপেনে স্বাগতিক দেশের কেউ শিরোপা জিততে পারেননি। ক্রিস নিলের পর এবার বার্টির কাঁধে গৌরব ফেরানোর দায়। প্রথম রাউন্ডের শুরুতে চাপেই কি ভেঙে পড়ছিলেন ২৩ বছর বয়সী খেলোয়াড়? যাই হোক, শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে নাম লিখিয়ে অস্ট্রেলিয়ায় স্বস্তি ফেরান বর্তমান ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন। এএফপি বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন